এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসাবে Realme C সিরিজ অত্যন্ত জনপ্রিয় ইউজারদের কাছে। এবার এই সিরিজের নতুন তিনটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme- Realme C 20, Realme C 21 এবং Realme C25। ইতিমধ্যে তারা ঘোষণা করে দিয়েছে এই স্মার্টফোন গুলি লঞ্চ হবে হবে April মাসের 8 তারিখে।
এই সম্পর্কিত যাবতীয় বিষয় ঘোষণা করে দিয়েছে Realme তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল গুলোতে। চলুন দেখে নেওয়া যাক Realme C 20, Realme C 21 এবং Realme C25 স্মার্টফোন গুলির স্পেসিফিকেশনস।
Realme C 20, Realme C 21 এবং Realme C25 এর স্পেসিফিকেশন্স-
গ্লোবাল মার্কেটে এই তিনটি স্মার্টফোনে অলরেডি লঞ্চ করে দেওয়া হয়ে গেছে। তাই এই স্মার্টফোনের স্পেসিফিকেশনস সম্পর্কে ইতিমধ্যেই আমাদের সমস্ত কিছু জানা হয়ে গেছে। ডিসপ্লের কথা বলতে গেলে Realme C 20, Realme C 21 এবং Realme C25 এই তিনটি স্মার্টফোনেই আপনি পেয়ে যাবেন 6.5 ইঞ্চ এর HD+ LCD ডিসপ্লে।
Realme C 20 তে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। থাকবে LED ফ্লাশ। পাবেন 5MP এর সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনে থাকবে Mediatek Helio G35 প্রসেসর।
Realme C 21 তে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকবে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স ও 2 মেগাপিক্সেলের Macro ক্যামেরা। এখানেও পাবেন 5 MP এর সেলফি ক্যামেরা। Realme C 20 এর মতোই এই স্মার্টফোনেও পাবেন Mediatek Helio G35 প্রসেসর।
Realme C 25 এ আপনি পেয়ে যাবেন 48 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা। তার সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। এতে পাওয়া যাবে 8 MP এর সেলফি ক্যামেরা। এতে পাওয়া যাবে Mediatek Helio G70 চিপসেট। সাথে থাকবে 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি ও 18W এর Quick Charge সাপোর্ট।
Realme C 20, Realme C 21 এবং Realme C25 এই তিনটি স্মার্টফোনের দাম-
গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই তিনটি স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। তাই সেটা থেকে আমরা এই স্মার্টফোনের ইন্ডিয়ান প্রাইস কেমন হবে সে সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করতে পারি। মনে হচ্ছে Realme C 20 এর দাম হতে পারে 7,499 টাকা মতো। আর তার সাথে Realme C 21 এর দাম হতে পারে 8,499 টাকা এবং Realme C 25 এর দাম হতে পারে 9,999 টাকা। তবে রিয়েলমির তরফ থেকে অফিশিয়ালি কোনরকম প্রাইস সম্পর্কিত অ্যানাউন্সমেন্ট আমরা এখনও পায়নি। এ বিষয়ে বিস্তারিত কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো।
লঞ্চ তারিখ ও সময়
রিলমির তরফ থেকে এই তিনটি এন্ট্রি লেভেলের স্মার্টফোনেরই লঞ্চ ইভেন্ট করা হবে এপ্রিল মাসের 8 তারিখে, 2021। এই লঞ্চ ইভেন্ট হবে দুপুর 12.30 মিনিটে। এই লঞ্চ ইভেন্ট হবে রিয়েলমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ও তাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলিতে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।