রতন টাটা পেলেন তার পছন্দের TATA NANO-র Electric ভার্সন, আপনিও কি কিনতে চান?

প্রায় প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন ইলেকট্রিক কার (Electric Vehicle) লঞ্চ হতে দেখেছি আমাদের দেশে। আর এর মধ্যে অতিসম্প্রতি রতন টাটাকে তাঁর এক অতি স্পেশাল ইলেকট্রিক কার ডেলিভারি নিতে দেখা গেল। সেটা যে সে গাড়ি নয়। সেটা একটা TATA NANO EV। অর্থাৎ তার জন্য স্পেশালি তৈরি করা এই টাটা ন্যানো চলে ইলেকট্রিক এর সাহায্যে।

রতন টাটা পেলেন তার পছন্দের TATA NANO-র Electric ভার্সন

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে Electra EV কোম্পানির পক্ষ থেকে একটি LinkedIn পোস্ট করা হয়েছে। যেখানে জানানো হয়েছে এই নতুন গাড়ি সম্পর্কে অনেক তথ্যই। তারি সাথে বলা হয়েছে রতন টাটা এই গাড়ি করে সফরও করেছেন। “মিস্টার রতন টাটা-কে এই ইলেক্ট্রিক টাটা ন্যানো ডেলিভার করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত”- এমনটাই জানানো হয়েছে সেই কোম্পানির পক্ষ থেকে। 

কিভাবে কিনবেন ইলেকট্রিক টাটা ন্যানো? টাটা ন্যানো এক সময় বাজারে এসে সকলকে চমকে দিয়েছিল সস্তার চার চাকার গাড়ি হিসাবে। পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হওয়ার পর গুজরাটে এই কোম্পানি তাদের কারখানা স্থাপন করে। তবে এই টাটা ন্যানোর ইলেকট্রিক কার সাধারণ ক্রেতাদের জন্য এখনই বাজারে উপলব্ধ হচ্ছে না।পরীক্ষামূলকভাবেই এই ইলেকট্রিক ভার্সন তৈরি করা হয়েছে।

জেনেনিন : দূর্দান্ত বেনিফিট সহ BSNL লঞ্চ করে দিল 197 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, এখনই দেখেনিন খুঁটিনাটি

শুধুমাত্র একটা নয়। বেশকিছু টাটা ন্যানোর ইলেক্ট্রিক ভার্সন বাজারে নীচে আসা হয়েছে। এই ইলেকট্রিক টাটা ন্যানো গুলোকে ব্যবহার করা হচ্ছে SainikPod Sit & Go নামে এক ইলেকট্রিক মোবিলিটি সার্ভিসের কাজে। যেটা বেঙ্গালুরুতে বর্তমানে উদ্বোধন হয়েছে। তবে সাধারণ ক্রেতা দের জন্য কবে এই গাড়ি লঞ্চ করা হবে সেই বিষয়েও কোনো তথ্য এখনো শেয়ার করা হয়নি। 

একথা আর বলে দিতে হয়না যে ইলেকট্রিক কারের গুরুত্ব অপরিসীম। আর সেজন্যই টেসলার মত বিশ্ববিখ্যাত কোম্পানি গুলোও ভারতের বাজার ধরার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের দেশেও প্রতিনিয়তই একের পর এক ইলেকট্রিক কার লঞ্চ হয়ে চলেছে। তবে টাটা ন্যানো যদি ইলেকট্রিক কার হিসাবে দেশের বাজারে আসে, তাহলে অটো ইন্ডাস্ট্রিতে রীতিমতো শোরগোল পড়ে যাবে তা আর বলে দিতে হয় না।

আপনিও কি চান টাটা ন্যানোর মত সস্তার গাড়ি ইলেকট্রিক হয়ে যাক? অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!