মাত্র কয়েক মাস আগেই বিভিন্ন টেলিকম সংস্থা তাদের প্রিপেইড প্ল্যানস গুলির মূল্য 25% পর্যন্ত বৃদ্ধি করেছে। যার ফলস্বরূপ সমস্যায় পড়তে হয়েছে সমস্ত গ্রাহককেই। সম্প্রতি এবার টেলিকম কোম্পানি BSNL নিয়ে এলো কম খরচে অতিরিক্ত সুবিধা। সদ্য সংস্থার তরফ থেকে 197 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা ঘোষণা করা হয়েছে। চলুন দেরী না করে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
BSNL 197 টাকার প্রিপেইড প্ল্যানে কেমন বেনিফিট পাওয়া যাবে?
প্রথমেই আপনাকে জানিয়ে রাখি এটি একটি দীর্ঘমেয়াদি প্ল্যান যার বৈধতা রাখা হয়েছে সম্পূর্ণ 150 দিন। এই প্ল্যানের মধ্যে পাওয়া যাবে সম্পূর্ণ 18 দিনের জন্য যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা। একই সাথে থাকছে 2GB ইন্টারনেট ব্যবহার সুবিধাও। এছাড়াও প্রথম 18 দিন পর থেকে প্ল্যানের মেয়াদ শেষ হবার আগে অবধি 40 kbps স্পীডে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে। একই ভাবে ফ্রি কলিং সুবিধা শেষ হয়ে যাবার পর Incoming Call বিনামূল্যে চলতে থাকবে। তবে যদি পরবর্তী কালে ভয়েস কল করতে চান তবে অতিরিক্ত টপ-আপ রিচার্জ করতে হবে।
জেনেনিন : ঘুটঘুটে অন্ধকার সুইমিংপুলে চাঁদে নামার প্রস্তুতি নিচ্ছেন NASA-র মহাকাশচারীরা, এই ছবি হতবাক করে দেবে
কোন ইউজারদের জন্য এই রিচার্জ প্ল্যানটি সুবিধাজনক?
যাদের দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের প্রয়োজন তারা এটি বেছে নিতে পারেন। কারণ এক্ষেত্রে থাকছে 180 দিনের ভ্যালিডিটি। এরই পাশাপাশি যারা প্রচুর কল রিসিভ করে কিন্তু নিজে কোনরকম কল করে না তাদের জন্য এটি একটি দুর্দান্ত প্ল্যান। একই সঙ্গে যে সমস্ত গ্রাহকরা নিজেদের মোবাইল নাম্বার এক্টিভ রাখতে চান তারা নির্ভাবনায় এটি উপভোগ করতে পারে।
অর্থাৎ বিবেচনা করে দেখতে গেলে 200 টাকার কম খরচে উল্লেখিত রিচার্জ প্ল্যানের মতো সুবিধা নিঃস্বন্দেহে খুবই ভালো। আপনি যদি BSNL কাস্টমার হয়ে থাকেন তাহলে এই অল্যানের বেনিফিট অবশ্যই উপভোগ করুন। কেমন লাগলো আপনার এই নতুন প্রিপেইড প্ল্যান? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!