ব্যান করে দেওয়া হল Garena Free Fire! কারণ কি? আবার কি ফিরে আসবে?

Free Fire ShresthoTech

এমনটাই যে ঘটবে তার আন্দাজ করা হচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। আর অবশেষে সেই ব্যাপারটাই সত্যি হল। আজকেই ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে গারিনা ফ্রী ফায়ার (Garena Free Fire) ও আরও 53 টি অ্যাপ্লিকেশন কে ব্যান করে দেওয়া হয়েছে আমাদের দেশে। আর এই ব্যান করে দেওয়ার বেশকিছু কারণ দেখানো হয়েছে সেই নির্দেশনার মধ্যে। চলুন দেখে নেওয়া যাক এই ব্যান কেন করা হয়েছে সেই বিষয়ের সমস্ত তথ্য।

ব্যান করে দেওয়া হল Garena Free Fire! কারণ কি?

আজকেই ভারত সরকারের পক্ষ থেকে এক নোটিশ জারি করা হয়েছে। যেখানে 54 টি ‘চাইনিজ’ অ্যাপ্লিকেশনকে ব্যান করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জানানো হচ্ছে এই 54 টি অ্যাপ্লিকেশন নাকি অত্যন্ত জটিল সব পারমিশন নিয়ে রাখছিল। তার সাথে এই সমস্ত অ্যাপ্লিকেশনের ইউজারদের সেনসেটিভ তথ্য সংগ্রহ করছিল তারা। শুধুমাত্র এখানেই থেমে থাকছে না ভারত সরকার। এরই সাথে জানানো হয়েছে যে তথ্য সংরক্ষন করা হচ্ছে সেগুলোর খারাপ ব্যবহার করা হচ্ছে। তার সাথে সেগুলো এমন দেশে সার্ভারে সংরক্ষণ করে রাখা হচ্ছে যেখান থেকে আমাদের দেশের ক্ষতি হয়ে যেতে পারে। 

জেনেনিন : দূর্দান্ত বেনিফিট সহ BSNL লঞ্চ করে দিল 197 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, এখনই দেখেনিন খুঁটিনাটি

এমনকি এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলোর মাধ্যমে যে সমস্ত তথ্যই কোম্পানিগুলোর কাছে যাচ্ছে, যেমন ক্যামেরা বা মাইক্রোফোন থেকে পাওয়া তথ্য, সেগুলো বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে দেশের জনগণদের। এমনটাও জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। আর সব শেষে, এই অ্যাপ্লিকেশন গুলো এমন কাজকর্ম করছে যা দেশের সংহতি এবং নিরাপত্তার ব্যাঘাত ঘটাতে পারে। নিরাপত্তার বড়োসড়ো রকম ক্ষতি করে দিতে পারে।  

আর সেই জন্যই ভারত সরকারের তরফ থেকে নির্দেশ পাওয়ার পরই গুগলের পক্ষ থেকে গুগল প্লে স্টোরে (Google Play Store) টেম্পরারিলি এই গেমটিকে রিমুভ করে দেওয়া হয়েছে।  এখন যদি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে গারিনা ফ্রী ফায়ার (Garena Free Fire) সার্চ করেন। দেখা যাবে সেখানে এখনও Free Fire Max ভার্শনটি উপলব্ধ রয়েছে। আর তার সাথে Garena Free Fire এখন আর উপলব্ধ নেই। 

আর তাতেই আতঙ্কিত হয়ে গেছেন সকল ফ্রী ফায়ার লাভাররা। তাহলে কি গেম টাকে পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হবে? নাকি আবার কিছুদিন পর ফিরে আসবে এই গেম পাবজির পথ অনুসরণ করেই। সময় দেবে তার উত্তর। প্রসঙ্গত উল্লেখ্য, Garena Free Fire এর প্যারেন্ট কোম্পানি Garena একটি সিঙ্গাপুরের কোম্পানি। চীনের নয়। এর জন্যই অনেকেই ভারত সরকারের এই সিদ্ধান্তে অবাক হচ্ছেন। আর যাই হোক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!