POCO Anniversary Sale উপলক্ষে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের জন্য

দেশের বাজারে নিজেদের এক ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করার এক বছর পূর্তি হল POCO ইন্ডিয়ার। এই এক বছর পূর্তি হওয়াটাকে সেলিব্রেট করার জন্য তারা ঘোষণা করে দিয়েছে তাদের নতুন সেল যার নাম POCO India Anniversary Sale !

ফ্লিপকার্ট এর মাধ্যমে এই সেল চলছে এবং এই এখানে পোকো স্মার্টফোনের ওপর অসাধারণ সব ডিসকাউন্ট পাবেন।

চলুন দেখে নেওয়া যাক কোন কোন স্মার্টফোনে কেমন ছাড় পাবেন! 

POCO X3 

এই অধিক জনপ্রিয় স্মার্টফোনটিকে আপনি 2,000 টাকা ডিস্কাউন্টে পেয়ে যাবেন। সাথে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডে যদি ট্রানজেকশন করেন আপনি তাহলে অ্যাডিশনাল 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন । সুবিধা আছে No Cost EMI এর।

প্রসঙ্গত উল্লেখ্য, POCO X3 তে আপনি পাবেন 16.94cm এর ফুল এইচডি প্লাস ডিসপ্লে। কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন আপনি এবং Qualcomm Snapdragon 732G Processor। তাই নিঃসন্দেহে এটা একটা দারুন ডিল। 

POCO M2 Pro

POCO M2 Pro 4GB ও 64GB ভেরিয়েন্ট এর দাম 1,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে বেশকিছু অফারও রয়েছে।

No Cost EMI যেমন রয়েছে সাথে বিশেষ বিশেষ ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডে থাকছে আলাদা করে অফার। 

নিঃসন্দেহে এটাও একটা দারুণ ডিল হবে। POCO M2 Pro তে আপনি পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, 5,000mAh এর বিশাল ব্যাটারি এবং Qualcomm Snapdragon 720G Processor। 

POCO M2

10 হাজার টাকার মধ্যে সেই স্মার্টফোনটা এখন আপনি পেয়ে যাবেন। তার সাথে যদি আপনার ডেবিট এবং ক্রেডিট কার্ডে প্রিপেড ট্রানজাকশন করেন তাহলে অ্যাডিশনাল 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এছাড়াও বিশেষ বিশেষ ব্যাংকের কার্ডের ওপর তো আলাদা অফার থাকছেই।

POCO M2 6GB RAM ও 64GB ROM ভেরিয়েন্ট এর মধ্যে আপনি পেয়ে যাবেন 16.59 সেন্টিমিটারের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোয়াড ক্যামেরা সেটআপ এবং 5,000mAh ব্যাটারি। থাকছে MediaTek Helio G80 Processor ।

জেনে নিন : রিয়েলমি লঞ্চ করে দিয়েছে Realme X7 ও Realme X7 Pro, জেনে নিন প্রাইস এবং স্পেসিফিকেশনস

এছাড়াও POCO C3 তেও আপনি Discount পাবেন । এই সমস্ত স্মার্টফোনগুলো কিনলে আরও বেশ কিছু প্রোডাক্ট আপনি ডিস্কাউন্টেড প্রাইসে কিনতে পারবেন। তার মধ্যে থাকছে Google Nest Mini, MI Smart Speaker, Lenovo Smart Clock এর মত প্রোডাক্ট।Flipkart এর মাধ্যমে এই অফার চলছে সীমিত সময়ের জন্য এবং শেষ হবে আগামীকাল(6 Feb, 2021) মধ্যরাত্রে !

তাই এখন POCO স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে এর থেকে ভালো ডিল পাওয়া মুশকিল।