রিয়েলমি লঞ্চ করে দিয়েছে Realme X7 ও Realme X7 Pro, জেনে নিন প্রাইস এবং স্পেসিফিকেশনস

ভারতের বাজারে রিয়েলমি(Realme) লঞ্চ করে দিয়েছে তাদের দুটো লেটেস্ট স্মার্টফোন Realme X7Realme X7 Pro। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনগুলোর প্রাইস এবং স্পেসিফিকেশনস!

Realme X7 5G

Realme X7 স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 16.3 সেন্টিমিটারের সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 120Hz এর ও টাচ সাম্পলিং রেট 240Hz এর । পিক ব্রাইটনেস পাবেন 600nits এর। সাথে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট(In display fingerprint) সেন্সর। 

64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন। যার প্রাইমারি সেন্সর 64MP এর। 8MP এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স পাবেন আর পাবেন একটি ম্যাক্রো লেন্স। সাথে 16MP এর সেলফি ক্যামেরা। 

থাকছে 4310 mAh এর ব্যাটারি এবং মিডিয়াটেকের Dimensity 800U 5G প্রসেসর। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আপনি পাবেন 50w এর সুপার চার্জার। যেটা মাত্র 18 মিনিটে ফিফটি পার্সেন্ট চার্জ করে দিতে সমর্থ হবে এই স্মার্টফোনকে। এই স্মার্টফোনের ওজন মাত্র 176 গ্রাম। ডুয়াল মোড 5G এর সাপোর্ট পাবেন। 

এছাড়াও পাবেন Hi Res Audio Certification এবং Copper Liquid Cooling। স্মার্টফোন পাওয়া যাবে নেবুলা এবং স্পেস সিলভার এই দুটি কালারে। দুটি কনফিগারেশনে স্মার্টফোন আপনি পাবেন- 6GB ও 128GB এবং 8GB ও 128GB।

6GB ও 128GB এর দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB ও 128GB এর দাম 21,999 টাকা। 

Realme X7 Pro 5G

Realme X7 Pro স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.55 ইঞ্চ স্যামসাং এর সুপার এমোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 120Hz এর এবং টাচ স্যাম্পলিং রেট থাকছে 240Hz এর। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশন আপনি পেয়ে যাবেন। 

এর মধ্যে পাবেন 4500mAh এর ম্যাসিভ ব্যাটারি ও এই ব্যাটারি চার্জ করার জন্য 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার, যেটা মাত্র 35 মিনিটে 100% চার্জ কমপ্লিট করে দেবে। রয়েছে Vapour Cooling System। স্মার্টফোনে পাবেন Dimensity 1000+ 5G প্রসেসর।

জেনে নিন : অল্প টাকায় বেশি ব্যাটারি প্রয়োজন?

ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 64MP এর কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে ব্যবহার করা হয়েছে Sony IMX 686 সেনসর। 64 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ও পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং black-and-white পোর্ট্রেট লেন্স। থাকছে 32 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরাও। এর ওজন মাত্র 184 গ্রাম। 

এছাড়াও দুটো ন্যানো কার্ড স্লট পেয়ে যাবেন, ইউএসবি type-c রয়েছে। Realme X7 Pro একটি কনফিগারেশন আপনি পাবেন- 8GB ও 128GB ভেরিয়েন্টে। এর দাম রাখা হয়েছে 29,999 টাকা। সেল শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি, দুপুর ঠিক 12টায়।