মূত্র দিয়েই হবে স্মার্টফোন চার্জ, এমনই অসম্ভব কান্ড সম্ভবপর করে তুলেছেন বিজ্ঞানীরা

pee power smartphone will be charged with human urine

আমরা সৌরশক্তি দেখেছি। দেখেছি বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি। এমনকি সমুদ্রের ঢেউ থেকেও শক্তি উৎপন্ন করতে সম্ভবপর হয়েছে বিজ্ঞানীরা। এবার নিজেদের মূত্র থেকেই শক্তি উৎপাদন করে সকলকে অবাক করে দিলেন ইংল্যান্ডের একদল গবেষক। এমন অসম্ভব কেই সম্ভব করে তুলেছেন তারা। 

মূত্র থেকে হবে মোবাইল চার্জ 

ইংল্যান্ডের একদল গবেষক আজ থেকে 2 বছর আগে Pee Power নামে এক প্রজেক্ট সকলের সামনে নিয়ে এসেছিল। নিয়ে আসা হয়েছিল গ্লাসটনবারির এক উৎসবের সময়। যেখানে দেখানো হয়েছিল কিভাবে আমাদের মূত্র থেকেই ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। আর যা থেকে সম্পূর্ণ বসতবাড়ি তে ইলেকট্রিক প্রধান করা যাবে।

তবে বর্তমানে অতটা ক্ষমতাশীল না হলেও এই প্রযুক্তির সাহায্যে মোবাইল ফোন থেকে শুরু করে ছোটখাটো লাইট বাল্ব, এমনকি রোবট পর্যন্ত চার্জ দেওয়া যাচ্ছে। ইংল্যান্ডের গ্লাসটনবারির সেই উৎসবে অনেক দর্শকদের আগমন ঘটেছিল পাঁচদিন ধরে। আর সেখানেই ইউরিনাল থেকে বেরিয়ে আসা তাদের মূত্র ব্যবহার ব্যবহার করেই সেই উৎসবে 300 watt-hours বিদ্যুৎ তৈরি সম্ভবপর হয়েছিল। 

জেনেনিন : SBI কাস্টমার হলে সাবধান! এই ভাবে ঠকে যাওয়া থেকে বাঁচুন, জানাচ্ছে SBI

শুনতে অসম্ভব হলেও এমন অসম্ভব কে সম্ভব করে তুলেছেন এখন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে এই প্রযুক্তি কাজে লাগিয়ে  গোটা একটা বাড়ির ইলেকট্রিসিটির জোগান দেওয়া সম্ভব। সেই হিসাব দেখাতে গিয়ে বিজ্ঞানীরা দেখাচ্ছেন সাধারন একজন মানুষ প্রত্যেকদিন দুই থেকে আড়াই লিটার পর্যন্ত মূত্র ত্যাগ করেন। অর্থাৎ একটা পরিবারে যদি 5 জন সদস্য রয়েছেন মানা হয়, তাহলে 10 থেকে 12 লিটার এর সূত্র উৎপাদন হয় সেই পরিবারে। 

আর যেটা এক মাইক্রোবিয়াল ফুয়েল সেল সিস্টেমে ব্যবহার করে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই বিষয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে যাতে এই প্রযুক্তিকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায় চলছে এমন ব্যবস্থাও। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।