Facebook App স্মার্টফোনে ইনস্টল না থাকলে খেলা যাবেনা Battlegrounds Mobile India, নতুন আপডেট নিয়ে এল Krafton, বিস্তারিত জেনেনিন এখানে

BGMI Battlegrounds Mobile India is Now Available on iOS Platform ShresthoTech
BGMI is Now Available on iOS Platform (Image:BGMI)

দেশে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)-র জনপ্রিয়তা আকাশচুম্বী। দিনের পর দিন এই জনপ্রিয়তা বেড়েই চলেছে। তবে এবার প্লেয়ারদের জন্য নতুন আপডেট নিয়ে চলে এসেছে ক্রাফটন (Krafton)। জানা যাচ্ছে এবার থেকে ফেসবুক (Facebook) অ্যাপ্লিকেশন স্মার্টফোনে না ইন্সটল করা থাকলে এই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে লগইন করা যাবেনা। 

ফেসবুক অ্যাপ্লিকেশন মোবাইলে না থাকলে খেলা যাবেনা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া 

শুধুমাত্র Android ইউজারদের জন্যই এই নতুন নিয়ম নিয়ে এসেছে Krafton। এবার থেকে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের এমবেডেড ব্রাউজারের সাহায্যে ফেসবুকে লগইন করে এই গেমে লগইন করা যাবে না। আর তার জন্যই আলাদা ভাবে ফেসবুক অ্যাপ্লিকেশন টিকে ইন্সটল করে রাখতে হবে স্মার্টফোনের মধ্যে। আর এই ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করেই লগইন করতে হবে জনপ্রিয় এই ব্যাটেল রয়েল গেমে।

আগামী 5 তারিখ থেকেই অর্থাৎ এই নভেম্বরের 5 তারিখ থেকেই শুরু হচ্ছে এই নতুন নিয়মের প্রয়োগ। Krafton-এর পক্ষ থেকে জানা যাচ্ছে এই পরিবর্তন আনা হয়েছে Facebook SDK এর এক আপডেটের জন্য। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে Krafton তাদের ফেসবুক পেজে অফিশিয়ালি নোটিশ পোস্ট করেছে। যেখানে তারা এই নতুন নিয়ম সম্পর্কে জানিয়েছে। তাদের পোস্ট করার নোটিশ দেখে নিন এখানে-  

জেনেনিন : মূত্র দিয়েই হবে স্মার্টফোন চার্জ, এমনই অসম্ভব কান্ড সম্ভবপর করে তুলেছেন বিজ্ঞানীরা

তবে আইফোন ইউজারদের এই বিষয়ে কোনো রকম চিন্তিত হওয়ার কারণ নেই। এই নিয়ম শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই। iOS ইউজাররা নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এই গেমটিকে। আপনিও যদি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি উপভোগ করেন আপনার এন্ড্রয়েড ডিভাইস থেকে তাহলে অবশ্যই এই পরিবর্তন সম্পর্কে সচেতন হয়ে যান। 

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই গেমের মধ্যে বেশ কয়েকটি আপডেট দাবি করে যাচ্ছে সাধারণ গেমাররা। অনুরোধ করা হচ্ছে এই গেমের লাইট (BGMI Lite) ভার্সন নিয়ে আসতে। আর তার সাথে হ্যাকারদের কবল থেকে এই গেমকে মুক্ত করার কাতর আবেদন করে আসছে ইউজাররা। তবে সেই সম্পর্কিত কোন আপডেট এখনো পর্যন্ত Krafton-এর পক্ষ থেকে জানানো হয়নি। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।