ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart একের পর এক অসাধারণ সেল সকলের উদ্দেশ্যে নিয়ে আসছে। এবার Flipkart-এ শুরু হয়ে গেছে “Oppo Fantastic Days Sale”। আপনি Oppo-র বিভিন্ন Smartphone ও Smart Device এর উপর পেয়ে যাবেন অসাধারণ ছাড়। চলুন দেখে নেওয়া যাক কোন কোন Oppo প্রোডাক্ট এর উপর রয়েছে এই অসাধারণ ডিসকাউন্ট।
Table of Contents
Oppo A33
স্মার্টফোনটির আপনি পেয়ে যাবেন 6.5-inch HD+Display। রয়েছে Qualcomm Snapdragon 460 processor। একই সাথে রয়েছে 90 Hz Punch hole Display। ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন 13MP+2MP+2MP এবং 8 MP সেলফি তোলার সুযোগ রয়েছে।
এছাড়াও রয়েছে 5000mAh এর ব্যাটারি এবং 18 W ফাস্ট চার্জিং এর সুবিধা। এর 3GB+32GB দাম 12,990 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 8,990। এছাড়াও Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের ওপর 5% ছাড়।
Oppo A53s
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.52-inch HD+Display। এই স্মার্টফোনটিতে থাকছে Media Tek Dimensity 700 Processor। স্মার্টফোনটিতে 13MP+2MP+2MP ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। একই সাথে পাবেন 8MP সেলফি ক্যামেরা। এটি (6GB+128GB) সম্পন্ন স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 11% ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 14,990 টাকা।
জেনেনিন : ফেসবুক গ্রুপে প্রায়ই ঝামেলা লেগেই থাকে? সমস্যা মেটাতে আসছে নতুন AI টুল
সাথে ICICI bank এর ক্রেডিট কার্ডে আপনি 10 শতাংশ পর্যন্ত পেতে পারেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও থাকছে Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের ওপর 5% অতিরিক্ত ছাড়।
Oppo A12
স্মার্টফোনটিতে থাকছে 6.22-inch HD+Display। স্মার্টফোনটিতে আপনি পাবেন Media Tek Helio P35 প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে (13MP+2MP) ডুয়েল ক্যামেরা সেটআপ। একই সাথে পাবেন 5 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 4230mAh এর অসাধারণ ব্যাটারি। (4GB+64GB) সম্পন্ন এই স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 8% ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 9,999 টাকা।
Oppo F17 pro
স্মার্টফোনটিতে থাকছে 6.43-inch Full HD+Display। এই স্মার্টফোনটিতে 48MP+8MP+2MP+2MP কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। একই সাথে পাবেন ডুয়েল 16MP+2MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 4015mAh এর অসাধারণ ব্যাটারি। (8GB+128GB) সম্পন্ন এই স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 23 শতাংশ ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 19,990 টাকা।
জেনেনিন : খুব শীঘ্রই WhatsApp Multi Device Support-এর সাথে আসছে এই গুরুত্বপূর্ণ Security ফিচারটি, খুশির খবর
এরই সাথে ICICI bank এর ক্রেডিট কার্ডে আপনি 10 শতাংশ পর্যন্ত পেতে পারেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের ওপর 5% ছাড়।
Oppo Enco X Bluetooth Headset
এটিতে থাকছে Bluetooth 5.2 সুবিধা একই সাথে পাবেন 10 মিটার পর্যন্ত এর কানেকশন রেঞ্জ। এটি মাত্র 80 মিনিট চার্জ দিয়ে আপনি 25 ঘন্টা উপভোগ করার সুবিধা পেয়ে যাবেন। Android & iOS ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে বর্তমানে এটি আপনি পেয়ে যাবেন 50% ছাড় অর্থাৎ 9,990 টাকায়।
এছাড়াও রয়েছে No Cost EMI, Exchange Offer, Prepaid Offer এর সুবিধা। 17th-20th JUNE পর্যন্ত এই Sale-টি চলবে। তাই অতি শীঘ্র এই অফারটি উপভোগ করার জন্য ফ্লিপকার্ট ভিজিট করুন।