বেশ কিছুদিন ধরেই Realme টিজ করছিল তাদের দুটি আপকামিং স্মার্টফোন। সেগুলি বহুপ্রতিক্ষিত Realme Narzo 30 4G এবং Realme Narzo 30 5g ভেরিয়েন্ট। অবশেষে আজকেই কনফার্ম হয়ে গেল এর লঞ্চ ডেট। এরই সাথে লঞ্চ হবে Realme-র 32 ইঞ্চি FHD TV। মনে করা হচ্ছে এর সাথে লঞ্চ হতে পারে আরও একটি প্রোডাক্ট।
কবে হচ্ছে রিয়েলমির এই লঞ্চ ইভেন্ট?
রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপের CEO মাধব সেট এই বিষয়ে আজই একটি টুইট করেছেন। যেখানে একটি 6 সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন তিনি।সেই ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি Realme Narzo 30 4G এবং Realme Narzo 30 5G ভেরিয়েন্ট লঞ্চ হচ্ছে এই মাসেরই 24 তারিখ, দুপুর সাড়ে বারোটায়। তার সাথে এই দিনই লঞ্চ হবে Realme FHD TV-ও। এটা হবে 32 ইঞ্চ টিভি। এর লঞ্চ ইভেন্ট হবে সেই দিনই দুপুর 12 টায়।
আগেই আমরা জানিয়েছিলাম Realme Narzo 30 4G এবং Realme Narzo 30 5G এর ক্যামেরা মডিউল কেমন হতে চলেছে। জানিয়েছিলাম এর স্পেসিফিকেশনসও। যেহেতু এই স্মার্টফোনটি মালয়েশিয়াতে লঞ্চ হয়ে গেছে তাই স্পেসিফিকেশন্স জানা অসম্ভব নয় এখন।
জেনেনিন : শুরু হয়ে গেছে Oppo Fantastic Days Sale, দেখেনিন কোন কোন প্রোডাক্টে পাবেন হিউজ ডিসকাউন্ট
তারই সাথে রিয়েলমি টেক লাইফ এর আন্ডারে আসতে চলেছে রিয়েলমির নতুন স্মার্ট টিভি। দেখে নেওয়া যাক তার স্পেসিফিকেশন্স। আজকেই মাধব সেট এই বিষয়ে একটি টুইট করেছেন। স্মার্ট টিভির মধ্যে থাকবে FHD রেজোলিউশন। NTSC কালার গ্যমুট হবে 85%। থাকবে Chromecast এর সাপোর্টও। 400nits এর ব্রাইটনেস পাওয়া যাবে। আর রান করবে Android 9 এর উপর ভিত্তি করে। থাকছে 24W এর Quad Stereo স্পিকারস।
চমকের এখানেই শেষ নেই। মনে করা হচ্ছে এই দিনই রিয়েলমি আরও একটি প্রোডাক্ট লঞ্চ করে দিতে পারে। সেটা Realme Buds Q2। ইতিমধ্যেই আমাজনে এই প্রোডাক্টের মাইক্রোসাইট করে দেওয়া হয়েছে। তবে Buds Q2 এর লঞ্চের বিষয়ে কোনো রকম কনফার্ম খবর এখনও জানায়নি Realme।