ফেসবুক গ্রুপে প্রায়ই ঝামেলা লেগেই থাকে? সমস্যা মেটাতে আসছে নতুন AI টুল

facebook is working on a new tool named conflict alert that will alert the admins when there are problems in the comment section
Facebook Conflict Alert (Image : Facebook)

ফেসবুক (Facebook) অ্যাপ্লিকেশন এর মধ্যে ফেইসবুক গ্রুপস (Facebook Groups) সুবিধাটি অনেকের কাছেই প্রয়োজনীয়। গ্রুপ তৈরি করে তার মধ্যে বিভিন্ন রকমের কাজ করা যায় সেটা এখন আর বলে দিতে হয় না। 

কিন্তু বিশেষ কিছু সময়ে এই গ্রুপ এডমিনদের গ্রুপ ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। আর বেশিরভাগ সময় সমস্যায় পড়ার একটাই কারণ। গ্রুপের মেম্বারদের মধ্যে ঝামেলা বা কটুক্তি। কোন নির্দিষ্ট পোষ্টের উপর ভিত্তি করে সেই পোষ্টের কমেন্ট সেকশনে চলে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি। এমন নিদর্শন আজকের দিনে অচেনা কিছু নয়। 

এবার এই ধরনের সমস্যার সমাধানের নতুন এক পন্থা নিয়ে আসতে চলেছে ফেসবুক। এই সমাধানের নাম তারা দিয়েছে কনফ্লিক্ট এলার্ট (Conflict Alert)। আপনার গ্রুপের মধ্যে নির্দিষ্ট কোন কমেন্ট কে ঘিরে যদি বাদানুবাদে জড়িয়ে পড়ে গ্রুপের মেম্বাররা। শুরু হয়ে যায় অগ্রহণযোগ্য কমেন্টের আদান-প্রদান। তাহলে গ্রুপ এডমিন দের এই সুবিধা অ্যালার্ট করে দেবে। গ্রুপ এডমিন দের সঠিক ভাবে জানিয়ে দেওয়া হবে যে সমস্যার সৃষ্টি হয়েছে ঠিক কোন পোস্ট কে ঘিরে। 

জেনেনিন : শুরু হয়ে গেল Battlegrounds Mobile India-র Beta Testing, জেনেনিন বিস্তারিত

সেই এলার্ট অনুযায়ী তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন গ্রুপ এডমিনরা। এর ফলে গ্রুপের পরিস্থিতিও যেমন নরমাল হয়ে যাবে। আর এই সমস্যা ছড়িয়ে যাওয়া থেকেও আটকানো যাবে। এর আগেও আমরা দেখেছিলাম ফেসবুকে রয়েছে কাস্টম অ্যালার্ট (Custom Alert)। যার মধ্যে কোনো নির্দিষ্ট কিছু ওয়ার্ড কে এড করে রাখা হয়। পরবর্তীকালে সেই ওয়ার্ডস (Words) ব্যবহৃত হলে এডমিনকে এলার্ট দিয়ে জানিয়ে দেওয়া হতো।

তবে এই ক্ষেত্রে মেশিন লার্নিং (Machine Learning) কে ব্যবহার করা হবে। যদিও এইটা কেমন ভাবে কাজ করবে এখনো ফেসবুকে তরফ থেকে জানানো হয়নি। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় এই প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবেই টেস্টিং পর্যায়েই রয়েছে। সম্পূর্ণ ভাবে এক সফলতায় পৌছানোর পরই এই সুবিধাটি উপলব্ধ করে দেওয়া হবে সারা পৃথিবী জুড়ে। একথা আর বলার অপেক্ষা রাখে না, এই ফিচার উপলব্ধ করে দেওয়া হলে দারুণ সুবিধা হবে।