5000mAh ব্যাটারি, 48MP ট্রিপল ক্যামেরার সাথে লঞ্চ হয়ে গেল OPPO F19s স্মার্টফোনটি, জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

oppo f19s smartphone launched specifications price sale date

OPPO আজকে লঞ্চ করে দিল তাদেরই F19s স্মার্টফোনটি। অনেকেই এই স্মার্টফোনে অপেক্ষায় ছিলেন বেশ কিছুদিন ধরেই। দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন্স, দাম সবকিছু বিস্তারিত ভাবে।

OPPO F19s স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স

OPPO F19s স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.43 ইঞ্চি FHD+ অ্যামোলেড ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও 20:9। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিকে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 662। তার সাথে রয়েছে 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজে। স্মার্টফোনটি মাত্র 7.95mm থিন। এটাই OPPO-র মতে সব থেকে পাতলা স্মার্টফোন যার মধ্যে 5000mAh এর ব্যাটারি রয়েছে।  

ক্যামেরা হিসাবে স্মার্টফোনটির মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের, তার সাথে হয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের পোট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি হিসাবে স্মার্টফোনটির রয়েছে 5000mAh ব্যাটারি। রয়েছে 30W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না। রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Bluetooth 5.0, 3.5mm হেডফোন জ্যাক। 

জেনেনিন : সাইক্লোন গুলাব কে ট্র্যাক করবেন কিভাবে? এই প্লাটফর্ম গুলি ব্যবহার করে করুন Live Tracking

স্মার্টফোনটির দাম ও সেল ডেট

ভারতে স্মার্টফোনটি শুধুমাত্র 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজের সাথে এভেলেবেল রয়েছে। এর দাম রাখা হয়েছে 19,990 টাকা। স্মার্টফোনটি কিনতে পারা যাবে Flipkart এবং OPPO-র ই-স্টোর থেকে এবং আজ থেকে শুরু হয়ে গেছে স্মার্টফোনের সেল। 

কেমন লাগলো স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।