অসাধারণ স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হয়ে গেল Xiaomi Watch Colour 2, এক নজরে জেনেনিন ফিচারস এবং দাম সহ সমস্ত কিছু

Xiaomi Watch Colour 2
Xiaomi Watch Colour 2 Launched (Image : Xiaomi)

আরও এক সুন্দর নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়ে গেল আজই। তবে আমাদের দেশে না, চিনে লঞ্চ হয়ে গেল শাওমি সংস্থার নির্মিত Xiaomi Watch Colour 2। আপনি বিভিন্ন Health & Fitness সম্পর্কিত তথ্য খুব সহজেই জানতে পারবেন এটির মাধ্যমে। জেনে নেওয়া যাক এই Watch Colour 2-এর স্পেসিফিকেশন্স ও দাম। 

Xiaomi Watch Colour 2 স্পেসিফিকেশন্স

এই স্মার্টওয়াচের মধ্যে থাকছে 1.43-Inch Circular AMOLED Display। একই সাথে রয়েছে 326PPI Pixel Density। এছাড়াও পাবেন 60Hz Refresh Rate। জানা গেছে এর মধ্যে 200 টিরও বেশি Watch Faces রয়েছে যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা যায়। স্মার্টওয়াচটির ডান সাইডে দুটি বাটন রয়েছে যার সাহায্যে আপনি Power On/Off এবং Menu একসেস করতে পারবেন।

এরই পাশাপাশি থাকছে Multiple Fitness সহ মোট 117 টি Workout Mode যার মধ্যে ইনক্লুড রয়েছে Cycling, Jogging, Running, Badminton, Swimming, Indoor Cycling, Outdoor Walk-এর মতো প্রভৃতি ফিচারস। সাথে পাবেন GPS এবং Outdoor Activities করারও সুবিধা। এছাড়াও স্মার্টওয়াচটি Third-Party Application-ও সাপোর্ট করে।

পাবেন 24-Hour Heart Rate Monitor, SpO2 Sensor এবং Sleep ট্রাকিংয়ের সুবিধা। একই সাথে 5 মিটার পর্যন্ত Water-Resistant সুবিধা পেয়ে যাবেন আপনি। এখানেই শেষ নয় থাকছে 470 mAh ব্যাটারি। যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে একটিমাত্র চার্জে 12 দিনের ব্যাটারি লাইফ প্রদান করে। 

জেনেনিন : মাত্র 7,999 টাকাতেই Flipkart লঞ্চ করে দিল MarQ M3 স্মার্টফোন, এক নজরে জেনে নিন স্পেসিফিকেশন্স এবং দাম, পাওয়া যাবে দারুন অফার

দাম কত রাখা হয়েছে?

Xiaomi Watch Colour 2 এর দাম রাখা হয়েছে CNY 899 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 10,250 টাকা। এটি চিনা মার্কেটে 6 টি Wrist Strap কালার ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে প্রোডাক্টটি কবে লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়। কি ভাবছেন আপনি এই নতুন Watch সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।