OnePlus নিয়ে আসছে Tab, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

OnePlus Tab ShresthoTech
প্রতীকী ছবি

OnePlus এর থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখেছি আমরা। দেখেছি অসাধারণ সব স্মার্টফোন নিয়ে আসতে তাদের। তারপর অন্যান্য আরও অনেক প্রোডাক্ট দেখতে পাওয়া গেছে তাদের কাছ থেকে। পেয়েছি স্মার্টটিভি, ওয়ানপ্লাস ওয়াচ। এছাড়াও অডিও প্রোডাক্টও। মনে করা হচ্ছে খুব শীঘ্রই নতুন এক প্রোডাক্ট ক্যাটেগরি লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস। আসলে তা অন্য কিছু নয়, ওয়ানপ্লাস ট্যাব(OnePlus Tab) আসছে, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত। চলুন দেখে নেওয়া যাক কি বিষয় জানতে পারছি আমরা।

OnePlus নিয়ে আসতে চলেছে Tablet

বিবিকে ইলেকট্রনিক্স এর সাব ব্রান্ডস, যেমন- রিয়েলমি, ভিভো এরা তাদের ট্যাবলেট নিয়ে কাজ করে যাচ্ছে তা আমরা আগেই জানতে পেরেছিলাম। রিয়েলমি ট্যাবলেটের নাম দিয়েছে রিয়েলমি প্যাড(Realme Pad) এবং মনে করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এই ট্যাবলেট। এরই মাঝে আমরা জানতে পারছি ওয়ানপ্লাস নিয়ে আসতে চলেছে তাদের ট্যাবলেট। 

জানেন কি : iOS প্লাটফর্মে কবে আসছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া? কি তথ্য জানতে পারছি আমরা?

ইতিমধ্যেই এই ট্যাবলেট EUIPO ওয়েবসাইটে লিস্টিং হয়ে গেছে OnePlus Pad নামে। যেটা দেখে মনে করা হচ্ছে এর লঞ্চ আর বেশি দিন দেরি নেই। তবে এখনো পর্যন্ত এই নাম ছাড়া আর বিশেষ কিছু জানা যাচ্ছে না এই ট্যাবলেট সম্পর্কে। 

এই ট্যাবলেটের সাইজ কেমন, কি কি স্পেসিফিকেশন থাকবে, এর পারফর্মেন্সই বা কেমন হতে চলেছে সমস্ত কিছু এখনো অজানাই রয়েছে আমাদের। কিন্তু ট্যাবলেট যে আসতে চলেছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। 

কবে আসতে চলেছে OnePlus Pad?

কবে আসতে চলেছে OnePlus Pad এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। এমনকি ওয়ানপ্লাস নিজেও এই বিষয়ে কোন খবর শেয়ার করেনি অফিশিয়ালি। তবে EUIPO ওয়েবসাইটে ট্রেডমার্ক ফাইল দেখেই মনে করা হচ্ছে এর লঞ্চ আর খুব বেশিদিন বাকি নেই। সমস্ত কিছু ঠিকঠাক যদি যায় তবে নিশ্চিতভাবেই ট্যাবলেট এনে আমাদের চমক দিতে চলেছে এবার ওয়ান প্লাসও।