লঞ্চ হয়ে গেল Oneplus TV U1S, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট ও লঞ্চ অফার

oneplus tv u1s launched in india specifications price sale date and launch offer

ওয়ানপ্লাস আজই লঞ্চ করেদিল তাদের নতুন টিভি Oneplus TV U1S। তারই সাথে লঞ্চ হয়ে গেছে OnePlus Nord CE 5G স্মার্টফোনটি। এক ঝলকে দেখে নেওয়া যাক এই নতুন ওয়ানপ্লাস টিভির স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট সমস্ত কিছু বিস্তারিতভাবে।

Oneplus TV U1S স্পেসিফিকেশন্স

50 ইঞ্চি, 55 ইঞ্চি ও 65 ইঞ্চি এই তিনটে স্ক্রীন সাইজে Oneplus TV U1S অ্যাভেলেবল থাকবে ভারতে। পেয়ে যাবেন LCD প্যানেল, যার সাথে LED ব্যাকলাইটের সুবিধা থাকছে। থাকছে 4K রেজ্যুলুশনে সাপোর্ট। পাবেন HDR10, HDR10+ এবং HLG কন্টেন্টের সাপোর্ট। ডিসপ্লেতে ভিডিওকে আরও স্মুথ দেখানোর জন্য OnePlus এই টিভি তে ব্যবহার করছে MEMC ফিচার। যার ফুল ফর্ম হলো Motion Estimation and Motion Compensation। 

সাউন্ডের কথা বলতে গেলে ওয়ানপ্লাস টিভিতে দুটো 15W এর স্টিরিও সেটাপে স্পিকার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ টোটাল 30W এর আউটপুট পেয়ে যাওয়া যাবে স্পিকার দুটি থেকে। এছাড়াও সাপোর্ট করে Dolby Atmos এবং Dolby Audio। থাকছে  Enhanced Audio Return Channel (eARC) ফিচার। 

জেনেনিন : Facebook এর Smart Watch-এ থাকবে পাগল করে ফিচার্স, উঠে আসছে অজানা তথ্য

এতে থাকছে 2GB RAM ও 16GB স্টোরেজ। দুটি ডিভাইস থেকে একসাথে কন্টেন্ট স্ট্রিম করা যাবে এই টিভিতে। এমন কি OnePlus Buds ব্যবহার করে অডিও শুনতে পারবেন। OnePlus Watch ব্যবহার করেও এই Oneplus TV U1S কে কন্ট্রোল করা যাবে। 

গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে আপনার প্রয়োজনীয় App ডাউনলোড করতে পারবেন। ভয়েস কন্ট্রোলের জন্য ব্যবহার করতে পারবেন Google Assistant-ও। আর OnePlus এর লোগোর নিচেই আছে চারটি মাইক্রোফোন। যেগুলি ভয়েস কমান্ডে অনেক সাহায্য করবে। 

ওয়ানপ্লাস এর রিমোট এর মধ্যে আপনি পেয়ে যাবেন D-Pad। যেটা নেভিগেশনে আমাদের খুবই সুবিধা প্রদান করবে। আর তারই সাথে থাকছে ভলিউম কন্ট্রোল এর বাটন। তারই সাথে আছে Mute, Back, Options, Netflix, Peime Video এবং Google Assistant এর জন্য বাটন। 

সাথে খুব সহজেই পেয়ারিং এর জন্য পেয়ে যাবেন এনএফসি সাপোর্ট। কানেকটিভিটির জন্য এখানে রয়েছে একটি HDMI 2.1 পোর্ট, দুটি HDMI 2.0 পোর্ট, Dual Band WiFi, Bluetooth 5.0 NFC, Chromecast, USB Type A 2.0 পোর্ট। 

Oneplus TV U1S এর দাম 

আপনাকে আগেই জানিয়েছি তিনটে সাইজে এই ওয়ানপ্লাস টিভি লঞ্চ করা হয়েছে ভারতে। সেগুলি হল 55 ইঞ্চ, 50 ইঞ্চি এবং 65 ইঞ্চি। 50 ইঞ্চি টিভির দাম 39,999 টাকা। 55 ইঞ্চি টিভির দাম 47,999 টাকা এবং 65 ইঞ্চি টিভির দাম 62,999 টাকা।

জেনেনিন : অডিও প্রোডাক্টে পাবেন 50% পর্যন্ত ডিসকাউন্ট, আসছে Mi Music Festival

সেল ডেট

আজ রাত অর্থাৎ 10 জুন রাত ন’টা থেকে এই টিভি সেল শুরু হয়ে যাবে। পাওয়া যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ওয়ান প্লাস ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। 

অফার

আপনার কাছে যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি অ্যামাজনে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন।