খুব শীঘ্রই রিয়েলমি (Realme) তাদের ল্যাপটপ (Laptop) নিয়ে আসতে চলেছে। এই বিষয়ে আমরা আগেই হিন্টস পেয়েছিলাম তাদের তরফ থেকে। গতকালই আবার অ্যান্ড্রয়েড অথরিটি (Android Authority) লিক করে দিয়েছিল সেই ল্যাপটপের ছবি। তার সাথে ছিল আরও একটি চমক। সকলকে চমকে দিয়েই আমরা জানতে পেরেছিলাম রিয়েলমির এই ল্যাপটপের সাথে তারা লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ট্যাব। যার নাম তারা দিয়েছে রিয়েলমি প্যাড (Realme Pad)।
কবে আসছে Realme Laptop ও Realme Pad?
আজ রিয়েলমির ইন্ডিয়া এবং ইউরোপে সিইও মাধব সেঠ একটি টুইট করেছেন যেখানে তিনি প্রায় নিশ্চিত করে দিয়েছেন এই দুটো প্রোডাক্ট এর বিষয়ে। তিনি আজ যে টুইট করেছেন সেখানে তিনি জানিয়েছেন তারা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। কয়েকটি এক্সাইটিং প্রোডাক্ট নিয়ে আমাদের হিন্টস দেওয়া হচ্ছে সেটাও তিনি জানিয়েছেন। তারই সাথে বলেছেন Realme GT-র লঞ্চে এই চমকের জন্য প্রস্তুত থাকতে।
সাথে তিনি যে ব্যানার টি শেয়ার করেছেন সেখানে লেখা রয়েছে Realme GT। এখানেই লুকিয়ে আছে আসল চমক। T লেটারটিকে ভালো করে খেয়াল করলেই তার মধ্যে ল্যাপটপ ও ট্যাব দেখতে পারবে আপনি। দেখেনিন তার করা Tweet-
গতকালই অ্যান্ড্রয়েড অথরিটি (Android Authority) এইদুটো প্রডাক্ট এর ছবি লিক করে দিয়েছিল। তখনই এই প্রোডাক্ট যে আসতে চলেছে সে বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমরা। কিন্তু তখনও জানতাম না এই প্রোডাক্ট গুলো কবে লঞ্চ করা হবে। অবশেষে মাধব সেঠ এর ট্যুইটের পর আমরা কনফার্ম হয়ে গেলাম Realme GT লঞ্চ ইভেন্টেই আসছে এই সারপ্রাইজ। অর্থাৎ এই জুন মাসের 15 তারিখে পেতে চলেছি আমরা এই সারপ্রাইজ।
অ্যান্ড্রয়েড অথরিটির ছবিগুলো যদি আপনি দেখেন তাহলে সেখানে প্রায় ম্যাকবুকের মতো দেখতে একটি ল্যাপটপের ছবি দেখতে পারছি আমরা। যার উপরে রয়েছে রিয়েলমি ব্র্যান্ডিং। তার উপর এটি আবার সিলভার কালারেরই।
জেনে নিন : Twitter-এর বিপাকে Koo-এর লাভ, এবার নাইজেরিয়া সরকারও জয়েন করলো Koo
খুব ন্যারো বেজেলস ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে। তার সাথে এর এসপেক্ট রেশিও 3:2। ব্যাক সাইডে থাকতে পারে দুটো স্টেরিও স্পিকারস। এর বেশি আর কিছুই ল্যাপটপ সম্পর্কে জানা সম্ভব হয়নি।
আর তার সাথে রিয়েলমি প্যাড (Realme Pad) সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি আমরা। আমাদের এই উদ্বেগ কমানোর জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। অপেক্ষা 15 জুনের।