লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল OnePlus Buds Z2 সম্পর্কে অনেক তথ্য, জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

সম্প্রতি শোনা যাচ্ছে OnePlus এই মাসের শেষের দিকেই ভারতের বাজারে OnePlus Buds Z2 লঞ্চ করতে পারে। যদিও এখনো পর্যন্ত অফিশিয়াল লঞ্চ ডেট জানা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে Tipster Yogesh Brar ডিসভাইসটির স্পেসিফিকেশন্স এবং দাম সকলের সামনে ফাঁস করেছেন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

OnePlus Buds Z2 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই Truly Wireless Earbuds এর মধ্যে সুন্দরভাবে মিউজিক উপভোগের জন্য রয়েছে 11mm Coil Driver। একই সাথে পাওয়া যাবে Bluetooth 5.2 কানেক্টিভিটি সুবিধা। এছাড়াও ইনক্লুড থাকছে IP55-Splash & Sweat Resistance সুবিধা। আরও পাবেন AAC/SBC সাপোর্ট সিস্টেম। এরই পাশাপাশি প্রতিটি Earbud-এই রয়েছে 3 টি Mics যা ভালো কলিং এর অভিজ্ঞতা প্রদান করবে। একই সঙ্গে 40dB পর্যন্ত বাইরের শব্দ কমানোর জন্য ব্যবহার করা হয়েছে Active Noise Cancellation ফিচার্স। 

জেনেনিন : মাত্র 30 টাকার খরচে গাড়ি চলবে 185 কিমি, এমনই হতবাক করা ইলেকট্রিক কার তৈরি করে চমকে দিয়েছেন মধ্যপ্রদেশের এক ছাত্র, পাওয়া যাবে মাথা খারাপ করা সুবিধা

এখানেই শেষ নয় থাকছে Touch Controls সুবিধাও। যার মাধ্যমে Calls Answering/ Declining থেকে শুরু করে মিউজিক কন্ট্রোল করা যাবে খুব সহজেই। এবার আসা যাক ব্যাটারি পারফরমেন্সের ব্যাপারে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে সিঙ্গেল চার্জে এটি 7 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করে৷ একই সাথে চার্জিং কেসের ম্যাধমে সম্পূর্ণ 38 ঘন্টার দীর্ঘ ব্যাটারি পারফরম্যান্স দেয়। এছাড়াও Buds Z2-এ রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। যা মাত্র 10-মিনিট চার্জে 5 ঘণ্টা অবধি ব্যবহারযোগ্য এটি। 

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে এটি Obsidian Black এবং Pearl White এই দুটি কালার অপশনে দেখতে পাওয়া যাবে। ডিভাইসটির দাম কত হবে তা সঠিকভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে এর দাম 6,000 টাকার মধ্যেই হতে পারে। কেমন লাগলো আপনার এই OnePlus Buds Z2? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।