বিশ্বব্যাপী সর্ববৃহৎ এবং সুপরিচিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব খুবই জনপ্রিয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেকোন কিছু করতেই এখন ইউটিউব ভিডিওর সাহায্য নিয়ে থাকি। তাই ইউটিউব (YouTube) তাদের ইউজারদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসেই তাদের প্লাটফর্মে। এই ব্যাপারটা নতুন নয়। তবে এবার তারা তাদের ইউজারদের জন্য বহু প্রতীক্ষিত এক ফিচার নিয়ে এলো।
ইউটিউব নিয়ে আসছে Listening Control
ইউটিউব ভিডিও দেখার সময় প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, টেন সেকেন্ড ফরওয়ার্ড এই অপশন গুলি তো থাকছেই। এই সমস্ত কিছুই এতদিন ধরে পেয়ে এসেছি আমরা। এবার থেকে এইসব কিছুর সাথেই ইউটিউবে আসতে চলেছে Listening Control বা শ্রবণ নিয়ন্ত্রণ। YouTube-এ মিউজিক শোনার সময় এই আগের অপশন গুলির পরিবর্তে এই ফিচারটিকে ব্যবহার করতে পারবেন সকলে।
লিসনিং কন্ট্রোল ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস এর প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কাছে এর মধ্যেই চলে এসেছে। এই ফিচারটি আনার ফলে ইউজারদের মিউজিক ভিডিও দেখার ক্ষেত্রে আরো সুবিধা হবে। এর ফলে আলাদা করে একটি উইন্ডো খুলে যাবে। যার মধ্যে বেশ কিছু নতুন অপশন্স থাকবে। থাকবে সেই মিউজিককে লাইক করার সুবিধা। আর তার সাথে থাকবে নেক্সট বা প্রিভিয়াস মিউজিক প্লে করার সুবিধা। এছাড়াও মিউজিক সেভ করে রাখার সুবিধা বা স্পিড কন্ট্রোলের সুবিধাও পাওয়া যাবে।
ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের 10 বিলিয়ন ইউটিউব অ্যাপ ডাউনলোড অতিক্রম করেছে। তাই ইউটিউব কে তার ইউজারদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এই উদ্যোগ।