মাত্র 30 টাকার খরচে গাড়ি চলবে 185 কিমি, এমনই হতবাক করা ইলেকট্রিক কার তৈরি করে চমকে দিয়েছেন মধ্যপ্রদেশের এক ছাত্র, পাওয়া যাবে মাথা খারাপ করা সুবিধা

পরিবেশ রক্ষায় সোলার পাওয়ার ব্যবহার করে ইলেকট্রিক গাড়ি প্রচলনের নতুন যুগ আসছে। আর এই বাজার ধরতে Tesla, Apple এমনকি Xiaomi, Oneplus এর মত কোম্পানিগুলো উঠেপড়ে লেগেছে। তবে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের থাকে এই গাড়িগুলোর দাম। এবার সমস্ত কিছু ছাপিয়ে মধ্যপ্রদেশের এক কলেজ ছাত্র চমকে দিয়েছেন সকলকে। তিনি এক গাড়ি তৈরি করে ফেলেছেন যা মাত্র একবার চার্জেই 150 কিলোমিটার চলবে। আর এই চার্জ দিতে খরচ হবে মাত্র 30 টাকা!

মাত্র 30 টাকার খরচে গাড়ি চলবে 185 কিমি

তার নাম হিমাংশু ভাই প্যাটেল। তিনি মধ্যপ্রদেশের সাগরের বাসিন্দা। পাঁচ মাস ধরে অত্যন্ত কঠিন পরিশ্রম করে এই প্রযুক্তি নিয়ে এসেছেন তিনি। একবার ফুল চার্জে গাড়ি ছোটে 150 কিলোমিটার। আর তার সাথে এই ফুল চার্জ দিতে যা খরচ পড়বে, তা সকলকে চমকে দিতে বাধ্য, মাত্র 30 টাকা। আর গাড়ি সর্বোচ্চ 50kmph গতিবেগে যেতে পারবে। 

জেনেনিন : আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে Moto G31-এর সেল, এখুনি জেনেনিন খুঁটিনাটি

ফুল চার্জ হতে সময় লাগেও যথেষ্ট কম। মাত্র 4 ঘন্টা। থাকছে রিমোট কন্ট্রোলের সাহায্যে গাড়ি স্টার্ট করা বা থামিয়ে দেওয়ার সুবিধা। এমনকি গাড়ির মধ্যে রিভার্স করারও সুবিধা আছে। ফলে গাড়ি পিছন দিকে নিয়ে যেতেও আপনার কোনো রকম অসুবিধা হবে না। 

এছাড়াও থাকছে ব্যাটারিচালিত মিটার, ইলেকট্রনিক স্পিড মিটার ও ফাস্ট চার্জার। ইলেকট্রিক্যাল সেফটির জন্য পেয়ে যাবেন ফিউজ সিস্টেম। আর সর্বোপরি রয়েছে Anti-Theft এলার্ম। এই গাড়ি চুরি করে নিতে চাইলেও বেজে উঠবে এলার্ম।

এই গাড়ি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 2 লাখ টাকা। আর এতেই আসার আলো দেখছেন সকলেই। তবে এখনই বাজারে আসবে কি এই গাড়ি তা বলা সম্ভব নয়। ভবিষ্যতে এই গাড়ি বাজারে আনার পরিকল্পনা হয়তো হিমাংশুর রয়েছে। কিন্তু সেটা কবে সম্ভব হবে তা সকলেরই অজানা। বাজারে এলে অন্যান্য গাড়ির তুলনায় এর দাম কত হবে তার দিকেও তাকিয়ে থাকবো আমরা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।