1,000 টাকা কম দামে পেয়ে যাবেন OnePlus Band! এই দুর্দান্ত অফার মিস করলে লস, জেনেনিন কিভাবে পাবেন

ফিটনেস ব্যান্ড

এই বছরের জানুয়ারিতেই OnePlus-এর পক্ষ থেকে লঞ্চ করা হয়ে গিয়েছিল তাদের প্রথম ফিটনেস ব্যান্ড। নাম রাখা হয়েছিল ওয়ানপ্লাস ব্যান্ড (OnePlus Band)। এবার এই ফিটনেস ব্যান্ড এর দাম কমে গেল মারাত্মক রকম ভাবে। আপনি যদি এরই মধ্যে একটা ফিটনেস ব্যান্ড নেওয়ার কথা ভাবছেন, তাহলে 1,000 টাকা কম দামে কিনে নিতে পারবেন এই ফিটনেস ব্যান্ড টিকে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে পাবেন এই কম দাম এবং কোথা থেকে কিনতে হবে আপনাকে। 

কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে OnePlus Band-এ?

ওয়ানপ্লাস এর এই ব্যান্ডকে লঞ্চ করা হয়েছিল 2,499 টাকা দিয়ে। বর্তমানে এই প্রোডাক্টটি কে অ্যামাজনে আপনি 1,000 টাকা ডিস্কাউন্টের সাথে পেয়ে যাবেন। অর্থাৎ বর্তমানে প্রোডাক্টটি আপনি কিনতে পারবেন মাত্র 1,499 টাকা দিয়ে। এই কম দামে কিনতে হলে এখনই চলে যান অ্যামাজনে।

জেনেনিন : Airtel কাস্টমার? নতুন দামে লঞ্চ হয়ে গেল Disney+ Hotstar সুবিধা যুক্ত প্রিপেইড প্ল্যানস, এখুনি জেনেনিন তাদের দাম ও বেনিফিটস

বর্তমানে এই ধরণের ব্যান্ড গুলোর তুলনায় এটাকে অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে। Mi Band 5 বা 6, Honor Band 6-এর তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে এই ব্যান্ডটিকে। তাই দেরি করবেন না। কতদিন পর্যন্ত এই ডিল থাকবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ফুরিয়ে যাওয়ার আগেই ফিটনেস ব্যান্ড প্রয়োজন থাকলে অবশ্যই কিনে নিন। এক ঝলকে দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস ব্যান্ডের মধ্যে কি কি স্পেসিফিকেশনস এবং ফিচারস পাওয়া যাবে। 

OnePlus Band-এর স্পেসিফিকেশন্স 

এই Fitness Band টিতে আপনি পেয়ে যাবেন 126×294 পিক্সেলস সম্পন্ন 1.1 ইঞ্চির AMOLED Display। সাথে থাকছে অ্যাডজাস্টেবল ব্রাইটনেসের সুবিধা। এটিতে আপনি পেয়ে যাবেন 3-axis এক্সেলেরোমিটার ও জাইরোস্কোপ। এক্সারসাইজ করতে ভালোবাসে আপনার জন্য রয়েছে 12 টি Exercise Modes। Ip68 সার্টিফিকেশনের সুবিধা পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ডে। পাওয়া যাবে 50 মিটার পর্যন্ত Water Resistance-এর সুবিধা। 

রয়েছে 100mAh এর ব্যাটারি, যা 14 দিন নির্ভাবনায় ব্যবহার করা যাবে বলে ক্লেইম করছে OnePlus। এরই সাথে এটিতে হিন্দি, ইংরেজি ও চাইনিজ এই তিনটি ভাষায় ব্যবহার করতে পারার সুবিধা রয়েছে।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।