আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে Moto G31-এর সেল, এখুনি জেনেনিন খুঁটিনাটি

Moto G31 Smartphone (Image : Motorola)

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে Moto G31 স্মার্টফোনটির সেল। গত নভেম্বর মাসের 29 তারিখে স্মার্টফোনটিকে লঞ্চ করে দেওয়া হয়েছিল ভারতের বাজারে। তারপর থেকে এইটাই এই স্মার্টফোনের প্রথম সেল। চলুন দেখে নেওয়া যাক স্মার্টফোনটির দাম কত রয়েছে, কেমন অফার রয়েছে এবং তার সাথে স্পেসিফিকেশনস কেমন। 

কখন শুরু হবে এই স্মার্টফোনটির সেল এবং দাম কত? 

Moto G31 স্মার্টফোনটির প্রথম সেল আজ দুপুর 12 টা থেকে শুরু হয়ে যাবে। সেল শুরু হবে শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাটফর্ম এর মধ্যে দিয়েই। এর দামের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় স্মার্টফোনটি দুটো স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হচ্ছে। একটা 4GB RAM এবং তার সাথে 64GB স্টোরেজ এবং অপরটির 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট।

জেনেনিন : Airtel কাস্টমার? নতুন দামে লঞ্চ হয়ে গেল Disney+ Hotstar সুবিধা যুক্ত প্রিপেইড প্ল্যানস, এখুনি জেনেনিন তাদের দাম ও বেনিফিটস

4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 12,999 টাকা। তার সাথে 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 14,999 টাকা।

আপনার কাছে যদি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে 5% আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে। তারই সাথে Amex Network Card-এর প্রথম ট্রানজ্যাকশন আপনি পেয়ে যাবেন 20% অফ। এই কার্ডগুলো ইস্যু হতে হবে আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাংক, এসবিআই কার্ড অথবা MobiKwik এর মাধ্যমে। পাওয়া যাবে PharmEasy বেনিফিটও। এছাড়াও কানারা ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ডে 10% ডিসকাউন্ট এর সুবিধা রয়েছে। 

এবার এক ঝলকে দেখে নেওয়া যাক স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স এর ব্যাপারে। 

Moto G31 স্পেসিফিকেশন্স

Moto G31 স্মার্টফোনের মধ্যে পাবেন 6.4-Inch IPS LCD Display। থাকছে 60Hz Refresh Rate এবং 700 Nits Peak Brightness। স্মার্টফোনটিতে পাওয়া যাবে Octa-Core MediaTek Helio G85 Processor। 

ক্যামেরা হিসাবে 50MP Primary Camera, 8MP Ultrawide Camera এবং 2MP Macro Sensor বিশিষ্ট ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। একই সঙ্গে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা। রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 20W ফাস্ট চার্জের সুবিধা। আরও রয়েছে 3.5mm Headphone Jack, USB Type-C Port। সিকিউরিটি সিস্টেম হিসেবে পাওয়া যাবে Rear-Mounted Fingerprint Scanner।