প্রকাশিত হল OPPO F21 সিরিজের লঞ্চ ডেট, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশশন্স সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি জানা যাচ্ছে Oppo সংস্থা ভারতের বাজারে OPPO F21 সিরিজ লঞ্চ করার জন্য কাজ করে চলেছে। সম্ভাব্য এই সিরিজে থাকতে পারে তিনটি অসাধারণ মডেল। যেখানে রয়েছে Vanilla OPPO F21, OPPO F21 Pro এবং OPPO F21 Pro+ ভেরিয়েন্ট। চলুন জেনে নেওয়া যাক এর সম্ভাব্য লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন্স সম্বন্ধে।

কবে লঞ্চ হতে পারে OPPO F21 সিরিজ?

91মোবাইলসের তথ্য অনুযায়ী জানা গেছে OPPO F21 Pro+ এবং OPPO F21 স্মার্টফোনগুলি আগামী বছর অর্থাৎ 2022 সালের 17 থেকে 21 শে মার্চের মধ্যে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানি OPPO F21 Pro-মডেল নিয়েও কাজ করছে তবে সেই মডেলটি আমাদের দেশে লঞ্চ হবে কি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 

OPPO F21 সিরিজ Key ফিচার্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.5 Inch Display। একই সঙ্গে রয়েছে Qualcomm Snapdragon 720G Processor। এছাড়াও স্টোরেজ হিসাবে থাকছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি অংশ।

জেনেনিন : Airtel কাস্টমার? নতুন দামে লঞ্চ হয়ে গেল Disney+ Hotstar সুবিধা যুক্ত প্রিপেইড প্ল্যানস, এখুনি জেনেনিন তাদের দাম ও বেনিফিটস

এই স্মার্টফোনে কেমন ক্যামেরা ফিচার্স হতে পারে তা সঠিকভাবে জানা না গেলেও, মনে করা হচ্ছে থাকতে পারে 64 MP + 8 MP + 5 MP + 2 MP সেটআপ কোয়াড ক্যামেরা। এছাড়াও পাবেন 32 MP ক্যামেরাতে সেলফি তোলার সুযোগ। এখানেই শেষ নয় ইনক্লুড হতে পারে 5100mAh ম্যাসিভ ব্যাটারি।

দাম কত হতে পারে?

স্মার্টফোনের দাম কত হবে তা এখনো অবধি সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে অনলাইন সাইটে টিজ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোনের দাম সম্ভাব্য হতে পারে 25,990 টাকার আশেপাশে। নতুন এই সিরিজ সমন্ধে আপনার মতামত কি? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।