দেখা গেল ওয়ানপ্লাস 8T 5G ফোনের টিজার, লঞ্চ হবে খুব শীঘ্রই

ওয়ানপ্লাস 8T খুব শিগগিরই ভারতে লঞ্চ হতে চলেছে। শনিবার সকালে স্মার্টফোনটি আমাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে টিজ করা হয়েছে।

বিভিন্ন রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে 14ই অক্টোবর লঞ্চ হবে এই ফোনটি, তবে ওয়ানপ্লাসের অফিসিয়াল নোটিস পাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে।

কোম্পানির অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই এই ফোনটিও হবে পাওয়ারফুল। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ফোনটিতে পাওয়া যাবে লেটেস্ট ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 865 প্রসেসর।

ওয়ানপ্লাস 7T ভারতে লঞ্চ হয়েছিল আগের বছর সেপ্টেম্বর মাসে। পাওয়ার,ডিজাইন, পারফরম্যান্স, ক্যামেরা,স্ক্রিন সব দিক থেকেই ওয়ানপ্লাস 8T, ওয়ানপ্লাস 8T এর ট্রু সাক্সেসর হবে বলে মনে করা হচ্ছে।

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে নোটিফাই মি বাটন টিপলে এই ফোনটি যখন এভেলেবেল হবে তখন আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন।

এই বছরে লঞ্চ ওয়ানপ্লাস এইট এর সঙ্গে ওয়ানপ্লাস 8T এর বেশকিছু সিমিলারিটি থাকবে বলে মনে করা হচ্ছে।

কি কি স্পেসিফিকেশন থাকবে এই ফোনে?

ফোনের ফাঁস হওয়া রেন্ডারগুলি থেকে জানা যায় ফোনটিতে গ্যালাক্সি এস 20 -র মতো ক্যামেরা মডিউল থাকবে, ফোনটি 33W থেকে 65W এর ফাস্ট চারজিং সাপোর্ট করবে।

ফোনটিতে পাবেন 120 হার্জ রিফ্রেশ রেট সহ 6.55-ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে। মনে করা হচ্ছে ফোনটির ব্যাকে থাকবে 48MP + 16MP + 5MP + 2MP ক্যামেরা।

জেনে নিন : আগামীকাল লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো 20 সিরিজ, জেনে নিন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। ফোনটিতে পাওয়া যাবে 4500 mah এর ব্যাটারি।

8 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি RAM ও 256 জিবি স্টোরেজ এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।