আগামীকাল লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো 20 সিরিজ, জেনে নিন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আগামীকাল অর্থাৎ 21 শে সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো টোয়েন্টি সিরিজের ফোনগুলি অর্থাৎ Realme Narzo 20 Pro, Realme Narzo 20A ও Realme Narzo 20।

রিয়েলমি নির্দিষ্ট সময় অন্তর ফোনগুলি সল্পমূল্যে লঞ্চ করে চলেছে যার ফলস্বরুপ এই কোম্পানির পপুলারিটি ক্রমশ বাড়ছে। সবার জন্য সল্পমূল্যে বাজেট ফোন ও ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে চলেছে এই কোম্পানি।

অফিশিয়ালি এই ফোন এর ফিচার সম্বন্ধে এখনো বলা হয়নি তবে বেশ কিছু রিউমর এবং লিক থেকে এই ফোন সম্বন্ধে অনেক কিছু তথ্য জানা যায়।

মে মাসে 12,000 টাকার মধ্যে লঞ্চ হওয়া Realme Narzo 10 সিরিজের সাক্সেসর হতে চলেছে এই সিরিজের ফোনগুলি।

মনে করা হচ্ছে 3 টি ফোনেই লেটেস্ট Android 11 পাওয়া যাবে যা Realme UI 2.0 দ্বারা পরিচালিত।

কি কি স্পেসিফিকেশন পাবেন নারজো 20 সিরিজের ফোনগুলিতে ?

চলুন দেখে নেওয়া যাক রিয়েলমি নারজো 20 এর সম্ভাব্য স্পেসিফিকেশন !

Realme Narzo 20 এর স্পেসিফিকেশনস(এক্সপেক্টেড):

রিয়েলমি নারজো 20 তে পাবেন 88.7 পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও সহ 6.5-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেলস) ।

এতে খুব সম্ভবত MediaTek Helio G85 প্রসেসর পাবেন। 6000 mah ব্যাটারি পাবেন যা 18W ফাস্ট চারজিং সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরায় পাবেন প্রাইমারি 48MP শুটার(6P lens ও f/1.8 aperture), 8 mp সেকেন্ডারি সেন্সর (119 ডিগ্রি ফিল্ড অফ ভিউসহ Ultrawide Lens), 2mp ম্যাক্রো-লেন্স।

Realme Narzo 20A এর স্পেসিফিকেশনস(এক্সপেক্টেড):

রিয়েলমি নারজো 20A তে পাবেন 88.9 পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও ও গরিলা গ্লাসের প্রটেকশনসহ 6.5-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেলস) ।

এতে খুব সম্ভবত Qualcomm Snapdragon 665 SoC পাবেন।

এতে পাবেন 10W ফাস্ট চারজিং সাপোর্টসহ 5,000mAh ব্যাটারি।

ব্যাকে রয়েছে এফ/1.8 লেন্স সহ 12-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.4 লেন্স সহ একটি 2-মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর এবং এফ/2.4 লেন্স সহ একটি 2-মেগাপিক্সেল রেট্রো সেন্সর।

8mp সেলফি ক্যামেরা রয়েছে সামনে।

Realme Narzo 20 pro এর স্পেসিফিকেশনস(এক্সপেক্টেড):

90 হার্জ রিফ্রেস রেট ও 90.5 পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও সহ 6.5-inch full-HD+ (1,080×2,400 pixels)ডিসপ্লে পাবেন এই ফোনে।

MediaTek Helio G95 SoC প্রসেসর থাকবে এই ফোনে। ব্যাক ক্যামেরা 48mp+8mp+2mp+2mp।

ফ্রন্ট ক্যামেরা 16 mp। 65W ফাস্ট চারজিং সহ 4500 mah ব্যাটারি। ওয়েট191 gm।