ভারতের বাজারে লঞ্চ হয়েছে পোকো X3, জেনেছেন কি ?

পোকো ভারতীয় স্মার্টফোন বাজারে এক পপুলার নাম। পোকো লাভাররা বেশ কিছুদিন ধরে বড্ড অসন্তুষ্ট ছিলেন কারণ শাওমি রেডমি ফোন গুলোকেই রিব্র্যান্ড করে পোকো হিসেবে চালাচ্ছিল। তবে 22শে সেপ্টেম্বর লঞ্চ হওয়া পোকো X3 এর স্পেসিফিকেশনস দেখে হাসি ফুটবে পোকো লাভারদের, রয়েছে বেশ কিছু চমক।

কি কি স্পেসিফিকেশনস পাবেন পোকো X3 তে ?

প্রথমেই প্রসেসর এর কথা বলতে গেলে এর মধ্যে থাকবে অক্টা-কোর Qualcomm Snapdragon 732G প্রসেসর। আর তার সাথে রয়েছে 6GB+64GB (দাম 16,999টাকা), 6GB+128GB (দাম 18499 টাকা) এবং 8GB+128GB (দাম 19,999 টাকা) ভ্যারিয়ান্টস। 

স্টোরেজ 512 জিবি পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন মাইক্রো-এসডি কার্ডের সাহায্যে ।

পোকো x3 এর মধ্যে আপনি পাবেন 120hz রিফ্রেসরেট সহ 6.67 Inch এর FHD + ডিসপ্লে (1080×2340 পিক্সেলস)। সাথে থাকবে কর্নিং গরিলা গ্লাস এর প্রটেকশন ।

ব্যাটারি কথা বলতে গেলে পোকো x3 তে পাবেন আপনি 6000mAh এর ব্যাটারি, সাথে রয়েছেে 33W MMT ফাস্ট চারজিং।

ক্যামেরার মধ্যে এই স্মার্টফোনে আপনি পাবেন 64MP এর আল্ট্রা হাই রেজুলেশন Sony IMX 682 সেন্সর। 13MP এর 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। 2MP এর ম্যাক্রো লেন্স। 2MP এর ডেফথ সেন্সর। 

সাথে রয়েছে 20 মেগাপিক্সেলের ইন-স্ক্রিন সেলফি ক্যামেরা। সেটা সেলফি এবং ভিডিও কলিং এর ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন ।

এতে রয়েছে Game Turbo 3.0 এর সাপোর্ট, যা গেমারদের ক্ষেত্রে খুব ভালো হবে। এই হ্যান্ড সেটের মধ্যে আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি লক কী এর মধ্যেই পাবেন।

রয়েছে 2+1 ডেডিকেটেড সিমকার্ড স্লট। যার মধ্যে 2 টি ন্যানো সিম কার্ড ও মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে 3.5mm হেডফোন জ্যাক । ইউএসবি টাইপ-সি পোর্ট চার্জিং এর জন্য এবং অবশ্যই রয়েছে Wi-Fi, Bluetooth 5.0, 4G, GPS/ A-GPS। 

পাবেন android 10 যা পোকো লাঞ্চার ও MIUI 12 দ্বারা পরিচালিত। পোকো X2 এর পর এই মডেল নিঃস্বন্দেহে দারুণ আপডেট হবে সবার জন্য !