বর্তমান কোভিড-19 পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকেরই টিকাকরণ (Vaccination) অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে CoWin পোর্টাল অত্যন্ত অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে।
তার সাথে আরোগ্য সেতু, পেটিএম এর মতো অ্যাপ্লিকেশন গুলিও ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করতে গুরুত্বপূর্ণ ভাবে সহায়তা করে চলেছে। এই পরিস্থিতি খুব সুখবর নিয়ে চলে এলো ভারত সরকার। এবার আপনার হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর মাধ্যমেই আপনি ভ্যাক্সিনেশন স্লট বুক করতে পারবেন। খুব সহজেই এই কাজ করতে পারা যাবে। অবশ্যই জেনে নিন।
কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাক্সিনেশন স্লট করবেন?
এর আগে আমরা জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করবেন। সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আজকে আপনাকে জানাবো কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিনেশন স্লট বুক করবেন। সেটা করার জন্য প্রথমেই 91 9013151515 এই নাম্বারটি কে আপনার ডিভাইসে সেভ করে নিন।
তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে লিখে পাঠান Book Slot। সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোনের নাম্বারটিতে একটা ওটিপি (OTP) পাঠিয়ে দেওয়া হবে। এর ভ্যালিডিটি থাকবে তিন মিনিট। এর মধ্যে এই OTP পুনরায় হোয়াটসঅ্যাপের এই চ্যাটে লিখে পাঠিয়ে দিন। তারপর আপনার কোউইন (CoWin) পোর্টালের তথ্য দেখিয়ে দেওয়া হবে।
জেনেনিন : ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছেন কন্টেন্ট ক্রিয়েটররা? জানলে চোখ কপালে উঠবে
তারপর আপনার মোবাইল নাম্বার আবার টাইপ করতে বলা হবে এবং আপনার এলাকার পিনকোড চেয়ে নেওয়া হবে। পিন কোড দিয়ে দেওয়ার পর আপনি কোন জায়গা থেকে ভ্যাকসিন নিতে চাইছেন সেটা এবং কোন দিন নিতে চাইছেন সেটা বেছে নেবেন। তার সাথে তখন ভ্যাকসিন অ্যাভেলেবল কিনা সেটাও দেখিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু ঠিক করে নেওয়ার পর কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেওয়া হবে।
ভারত সরকার মিনিস্টার অফ হেলথ Mansukh Mandaviya এই বিষয়টা টুইট করে জানিয়েছেন অতিসম্প্রতি। তাই আপনিও যদি এখনও পর্যন্ত কোভিড 19 ভ্যাকসিন না নিয়ে থাকেন, তাহলে আর দেরি করবেন না। এক্ষুনি এই পদ্ধতিতে আপনার ভ্যাকসিন স্লট বুক করে নিন।