শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Nokia G21 স্মার্টফোন, পাওয়া যাচ্ছে এমন ইঙ্গিত, এখনই দেখেনিন খুঁটিনাটি

সম্প্রতি Nokia সংস্থা ভারতের বাজারে Nokia G21 স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। এমনটাই জানিয়েছেন Tipster Mukul Sharma। ইতিমধ্যে এই মিড রেঞ্জের স্মার্টফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন্স ফাঁস হয়েছে। তাছাড়াও 91মোবাইলস একত্রিত ভাবে স্মার্টফোনের বেশ কিছু অংশ টিজ করেছে। চলুন দেরী না করে এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Nokia G21 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

সূত্র মারফত জানা গেছে এই স্মার্টফোনের মধ্যে সম্ভাব্য থাকতে পারে 6.5 Inch HD+ Display। একই সাথে পাওয়া যাবে 20:9 Aspect Ratio। স্মার্টফোনের মধ্যে কেমন প্রসেসর ইনক্লুড হবে তা জানা না গেলেও অনুমান করা হচ্ছে থাকতে পারে Octa-Core Processor। স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। 

জেনেনিন : মাত্র 1,499 টাকায় দুর্দান্ত ফিচার্স সহ লঞ্চ হয়ে গেল Boat Airdopes 181 TWS Earbuds, মিস করবেন না

তাছাড়াও MicroSD Card ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার মতো সুবিধা তো থাকছেই। এরই পাশাপাশি রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। যেখানে পাবেন 50MP Main Sensor এবং 2 টি 2MP Sensors। বর্তমানে বাকি দুটি ক্যামেরা ফিচার্স অজানা। একই সঙ্গে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।

এখানেই শেষ নয় ফাস্ট চার্জিং সুবিধাসহ যুক্ত থাকছে 5,050mAh ব্যাটারি। আরও পাওয়া যাবে Wi-Fi, 4G LTE, NFC, Bluetooth, GPS, A-GPS, Beidou,  GLONASS, এবং USB Type-C পোর্ট। 

দাম কত হতে পারে?

স্মার্টফোনটির দাম কত হবে তা জানা সম্ভব হয়নি। তবে যেহেতু এটি Nokia G20 স্মার্টফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে তাই স্মার্টফোনটির দাম হবে Nokia G20 মডেলের থেকে বেশি।

কবে লঞ্চ হবে Nokia G21 স্মার্টফোন?

স্মার্টফোনটি লঞ্চের জন্য সংস্থা দ্রুততার সাথে কাজ করে চলেছে। সবকিছু ঠিক থাকলে Nokia G21 স্মার্টফোন আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও ব্র্যান্ডের তরফ থেকে সঠিক লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!