আজ থেকেই শুরু হচ্ছে Realme 9i স্মার্টফোনের প্রাথমিক সেল, মিস করবেন না

গত সপ্তাহেই লঞ্চ করে দেওয়া হয়েছিল Realme 9i স্মার্টফোনটি। ট্রিপল ক্যামেরা সেটআপ, 5,000mAh ব্যাটারি সহ নানান আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে। সেলের আগেই দেখে নিন সমস্ত কিছু। 

দাম কত রাখা হয়েছে?

Realme 9i স্মার্টফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 13,999 টাকা। তার সাথে 6GB RAM + 128GB ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে 15,999 টাকা। 

কালার অপশন কেমন?

স্মার্টফোনটি Black এবং Blue এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। এবার এর আকর্ষণীয় স্পেসিফিকেশন্স এর দিকে নজর দেওয়া যাক। 

Realme 9i স্মার্টফোনের স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.6-Inch FHD+ Display। পাওয়া যাবে 90Hz Refresh Rate, 20:1:9 Aspect Ratio, 90.8 % Screen-To-Body Ratio এবং 180Hz Touch Sampling Rate। পাবেন ট্রিপল ক্যামেরা সিস্টেম। রয়েছে 50MP Main Samsung S5KJN1SQ03 Sensor, 2MP Depth Sensor এবং 2MP Third Lens। একইসঙ্গে পাবেন 16MP Sony IMX471 সেলফি ক্যামেরাও। এছাড়াও থাকছে 5,000mAh ব্যাটারি। তারই সাথে ইনক্লুড রয়েছে 33W ফাস্ট চার্জার। 

জেনেনিন : দুর্দান্ত ডিজাইনের সাথে লঞ্চ হয়ে গেল Yamaha EMF ইলেকট্রিক স্কুটার, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Adreno 610 GPU যুক্ত Qualcomm Snapdragon 680 Chipset। ডিভাইসটিতে Android 11 based Realme UI 2.0 আপডেট দেখা যাবে। পাওয়া যাবে Dual-Band Wi-Fi, 4G, Bluetooth, GPS এবং USB Type-C পোর্ট। সিকিউরিটি ফিচার্স হিসাবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 164.4X75.7X8.4mm এবং 190 গ্রাম।

সেল Date কবে?

Realme 9i স্মার্টফোনটির প্রথম সেল শুরু হওয়ার কথা জানুয়ারীর 25 তারিখ থেকে। এটি Flipkart, Realme.com এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনতে পারা যাবে। তবে কথা অনুযায়ীই আজ অর্থাৎ 22 জানুয়ারী ঠিক 12 PM সময় থেকে এর প্রাথমিক সেল শুরু হবে। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!