জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্যান্ড Boat ভারতের বাজারে লঞ্চ করে দিল একটি লেটেস্ট True Wireless Earbuds। সদ্য লঞ্চ হয়ে গেল Boat Airdopes 181 TWS Earbuds। ইতিমধ্যে প্রোডাক্টটির স্পেসিফিকেশন্স, কালার ভেরিয়েন্ট এবং দাম প্রকাশিত হয়েছে। চলুন সেদিকে নজর দেওয়া যাক।
Boat Airdopes 181 TWS স্পেসিফিকেশন্স কেমন?
এর মধ্যে থাকছে 10mm Drivers। একই সাথে পাওয়া যাবে ENx Technology। যা ভয়েস কলের সময় সুন্দর অভিজ্ঞতা প্রদান করে। এছাড়াও রয়েছে Bluetooth 5.2 কানেক্টিভিটি সুবিধা। আরও থাকছে 65 Milliseconds Latency Mode। যার সাহায্যে সুন্দরভাবে গেমিং উপভোগ করা যাবে।
এরই পাশাপাশি রয়েছে 4 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করার সুবিধা। তাছাড়াও চার্জিং কেসের সাথে পাওয়া যাবে সম্পূর্ণ 20 ঘন্টার ব্যাটারি পারফরম্যান্স। একই সঙ্গে পাবেন ASAP চার্জিং ফেসালিটি। যা মাত্র 10 মিনিট চার্জে 1.5 ঘন্টার মিউজিক উপভোগ করতে দেয়। মিউজিক কন্ট্রোল সুবিধার সাথে ট্যাচ কন্ট্রোল সুবিধা তো থাকছেই।
এখানেই শেষ নয় রয়েছে Instant Wake n Pair(IWP) সিস্টেম। একইসঙ্গে পাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার্স। আরও থাকছে IPX4 Water Resistance সুবিধা। অর্থাৎ হালকা জলের ছিটেতে এর কোনো রকম ক্ষতি হবে না। সবশেষে রয়েছে Type-C চার্জিং পোর্ট। এবার ডিভাইসটির দাম সম্বন্ধে জেনে নেবো।
দাম কত রাখা হয়েছে?
ভারতের বাজারে Boat Airdopes 181 দাম রাখা হয়েছে 1,499 টাকা। এটি 4 টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে থাকছে Carbon Black, Bold Blue, Spirit White এবং Cool Grey কালার অপশন।
কিভাবে কিনবেন?
প্রোডাক্টটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart এবং Amazon থেকে কেনা যাবে। কেমন লাগলো আপনার এই নতুন Earbuds? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!