জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স সম্পর্কে আমাদের আর আলাদা করে পরিচয় দেবার নেই। সকলের কাছে প্রচন্ডরকম জনপ্রিয় এই Netflix। এবার বিশ্ব জুড়ে জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নতুন এক জগতে পদার্পণ করল। নেটফ্লিক্স লঞ্চ করে দিল তাদের অনলাইন স্টোর (Online Store)।
Netflix লঞ্চ করে দিল তাদের অনলাইন স্টোর
সম্প্রতি নেটফ্লিক্স লঞ্চ দিল তাদের নতুন অনলাইন স্টোর। ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম এবার ইকমার্সের জগতেও পদার্পণ করল। এর মাধ্যমে তারা সেল করবে তাদের অরিজিনাল প্রডাক্টস। যেগুলো তৈরি হবে নেটফ্লিক্সের বিভিন্ন শো বা তাদের সিরিজের উপর ভিত্তি করে।
নেটফ্লিক্সে তরফ থেকে জানানো হয়েছে কেয়ারফুলি সিলেক্টেড হাই কোয়ালিটি অ্যাপারেন্টস, লাইফস্টাইল প্রোডাক্টস বিক্রি করবে তারা। এর মধ্যে যেমন লিমিটেড এডিশন প্রোডাক্টস থাকবে। তেমনি স্পেশাল কিছু প্রোডাক্টস থাকবে যেগুলো তার টার্গেটেড অডিয়েন্স কিনতে পছন্দ করবেন।
ইতিমধ্যেই নেটফ্লিক্সের তরফ থেকে আরো এক খুশির খবর জানানো হয়েছে। তাদের দুটো অত্যাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ রয়েছে। যাদের নাম The Witcher এবং Stranger Things। এই দুটি ওয়েব সিরিজের উপর তৈরি মার্চেন্ডাইজ খুব শীঘ্রই তারা লঞ্চ করতে চলেছে। তাদের স্টোরেতে এই মাসেই আসতে চলেছে Yasuke এবং Eden সিরিজের স্ট্রিটওয়ার ও একশন ফিগার। তারই সাথে আসবে ফ্রেঞ্চ থ্রিলার Lupin এর থেকে ইন্সপায়ার্ড কিছু এপারেল ও ডেকোরেটিভ প্রোডাক্টস।
জেনেনিন : Mi 11 Lite এর সাথে আসছে Mi Watch Revolve Active, জেনেনিন এর ফিচার্স
Netflix এই প্লাটফর্ম লঞ্চ করলো Shopify এর সাথে পার্টনারশিপে। এই স্টোর কে বর্তমানে US তে লঞ্চ করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ করে দেয়া হবে। নেটফ্লিক্স জানিয়েছে আগামী মাসগুলোতে চলবে এই কাজ।
তবে আমাদের দেশে কবে লঞ্চ হবে এই প্লাটফর্ম সেই সম্পর্কে এখনও নেটফ্লিক্সের তরফ থেকে কিছু জানানো হয়নি। আশা করে যাচ্ছে খুব শীঘ্রই আমাদের দেশে অবতরণ করবে নেটফ্লিক্সের এই নতুন অবতার।