Mi 11 Lite এর সাথে আসছে Mi Watch Revolve Active, জেনেনিন এর ফিচার্স

mi watch revolve active will be launched with mi 11 lite on 22nd june check out features

আগামী জুন মাসের 22 তারিখে Xiaomi-র তরফ থেকে লঞ্চ করা হবে Mi 11 Lite। আর সেই স্মার্টফোনের সাথে এবার লঞ্চ করে দেওয়া হবে আর একটি স্মার্টওয়াচ। যার নাম Mi Watch Revolve Active! ইতিমধ্যে আমাজনে এবং Mi এর অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রোডাক্ট লিস্ট হয়ে গেছে। দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচে কি কি ফিচারস থাকতে চলেছে। 

Mi Watch Revolve Active এর ফিচার্স

Mi Watch Revolve Active এখন মত সমস্ত ফিচার্স জানা না গেলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার আমরা জানতে পেরেছি এই স্মার্টওয়াচের লিস্টিং থেকেই। প্রথমেই আসি ডিসপ্লের (Display) ব্যাপারে। ডিসপ্লের কথা বলতে গেলে এর মধ্যে থাকবে সার্কুলার অ্যামোলেড ডিসপ্লে। তার সাথে এটি হবে থাকছে ওয়াটার রেসিস্টেন্ট (Water Resistant) বিল্ট।

স্মার্টওয়াচ এর মধ্যে পাওয়া যাবে SPO2 মনিটরিং এর সুবিধা। তার সাথে থাকবে আমাজনের Alexa ইন্টিগ্রেশন। বিল্ট ইন GPS তো থাকবেই। থাকবে বডি এনার্জি মনিটরের (Body Energy Monitor) সুবিধাও। এবং তাদের সাথে হার্টবিট মনিটরিংয়ের (Heartbeat Monitoring) মতো গুরুত্বপূর্ণ ফিচার আছে। আর আপনি আপনার স্মার্টওয়াচ এর মাধ্যমেই পেয়ে যাবেন কল এবং App নোটিফিকেশন।

জেনেনিন : Apple Design Award জিতে নিলেন এক ভারতীয়, NaadSadhana-র জন্য

বেশকিছু Sports Modes পাওয়া যাবে এই স্মার্টওয়াচে। তার সাথে স্মার্টওয়াচ কে নিজের মতো কাস্টমাইজ করার জন্য থাকবে অনেক ওয়াচ ফেস।থাকবে স্লিপ মনিটরিংয়ের (Sleep Monitoring) সুবিধাও। এছাড়াও থাকছে স্ট্রেস ম্যানেজমেন্ট (Stress Monitoring) এর সুবিধা। আর অবশ্যই built-in জিপিএস সাপোর্ট তো থাকছেই। 

Xiaomi-র পক্ষ থেকে জানা যাচ্ছে এর মধ্যে দু সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত এর বেশী কিছু জানা সম্ভব হচ্ছে না।বিস্তারিত তথ্য পেলেই এই স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত কিছু আমরা জানাতে থাকবো।