লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Motorola Moto G51 স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এক নজরে জেনে নিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

প্রতীকী ছবি

Motorola খুব শীঘ্রই তার G-লাইনআপে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে TechnikNews অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে Motorola Moto G51 স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য সকলের সামনে এসেছে। ডিভাইসটির মডেল নাম্বার “XT2171-1” এবং Code Name “Cyprus 5G” বলে জানতে পেরেছি আমরা।

Motorola Moto G51 সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে থাকতে চলেছে Full HD + Display। স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ এবং Refresh Rate কত হবে তা এখনও জানা সম্ভব হয়নি। একই সাথে জানা গেছে স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Qualcomm Snapdragon 750G SoC। এছাড়াও আপনি পেয়ে যাবেন 4GB RAM। 

জেনেনিন : বড় টেক কোম্পানি গুলিকে শিক্ষা দিতে নিজেরই এক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লঞ্চ করতে চলেছেন Donald Trump, সাথে রয়েছে আরও প্ল্যান

এরই পাশাপাশি রয়েছে Triple Rear Camera সেটআপ। যার মধ্যে পাবেন 50 Megapixels Main Camera, 8 Megapixels Ultra-Wide-Angle Lens এবং 2 Megapixels Depth Sensor। এছাড়াও সেলফি এবং ভিডিও তোলার জন্য থাকছে 13-Megapixels-এর ক্যামেরা। স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত হতে পারে। 

সূত্র মারফত জানা গেছে এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Motorola Moto G50 5G এর আপগ্রেড ভার্সান হতে চলেছে এই স্মার্টফোনটি। তাই আমরা আশা করতে পারি এর মধ্যে থাকতে পারে 5,000mAh Battery। এছাড়াও পাবেন Side-Mounted Fingerprint সেন্সর। স্মার্টফোনটির দাম কত হবে তা আমরা লঞ্চের পরেই জানতে পারবো। স্মার্টফোনটি লঞ্চ হওয়া মাত্রই সমস্ত ডিটেলস জানিয়ে দেব আমরা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।