বড় টেক কোম্পানি গুলিকে শিক্ষা দিতে নিজেরই এক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লঞ্চ করতে চলেছেন Donald Trump, সাথে রয়েছে আরও প্ল্যান

Donald Trump Social Media TRUTH Launch
Donald Trump about to Launch His Own Social Media Network TRUTH Social (Image Credit : Wikipedia)

এই বছরের জানুয়ারি মাসেই ভুল তথ্য ছড়ানোর জন্য ফেসবুক এবং টুইটার এর মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো থেকে ব্যান করে দেওয়া হয়েছিল তাকে। তিনি আর কেউ নন। প্রাক্তন US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার অনুরোধ করেও ফিরে পাওয়া যায়নি তার অ্যাকাউন্ট। তবে তিনি ডোনাল্ড ট্রাম্প, US ধনকুবের। তিনি বসে থাকার পাত্র নন। এবার সেই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলিকে শিক্ষা দিতেই তিনি তার নিজেরই এক সোশ্যাল মিডিয়া লঞ্চ করার কথা ঘোষণা করলেন। আর তাতেই বিশ্ব জুড়ে হইচই শুরু হয়ে গেছে। 

নতুন এক সোশ্যাল মিডিয়ার লঞ্চ করবেন Donald Trump 

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। জানা যাচ্ছে তারা নিজেরাই অন্যান্য সোশ্যাল মিডিয়ার কম্পিটিটর হিসেবে এক সোশ্যাল মিডিয়া লঞ্চ করতে চলেছেন। যার নাম রাখা হয়েছে TRUTH। পরের মাস থেকেই ইনভাইটেড কিছু ইউজাররাই এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। এবং জানানো হচ্ছে 2022 সালের, অর্থাৎ পরের বছরের প্রথম তিন মাসের মধ্যে সারা দেশজুড়ে রোল আউট করে দেওয়া হবে তাদের TRUTH সোশ্যাল মিডিয়াকে। 

শুধুমাত্র এটাই নয়, আরও একটি অন ডিম্যান্ড ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নিয়ে আনতে চলেছেন তারা। যেখানে ন্যূনতম এক সাবসক্রিপশন চার্জ দিয়ে নিজের প্রয়োজনীয় বা ইচ্ছামত ভিডিও দেখতে পারবেন সাবস্ক্রাইবাররা। সে বিষয়ে এখনও কাজ চালিয়ে যাচ্ছে তার ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (Trump Media and Technology Group)।

জেনেনিন : Facebook-এর নাম পরিবর্তন হতে চলেছে! এই সিদ্ধান্তে হতবাক সকলেই, জেনেনিন কি তাদের প্ল্যান

জানানো হচ্ছে এই দুইটি প্রজেক্ট নিয়ে কোমড় বেঁধে নেমেছেন ট্রাম্পের টিম। ভবিষ্যৎ পরিকল্পনা করেই এমন ভাবে এই দুটো প্রজেক্ট সাকসেসফুল করার চেষ্টা করছে তারা, যাতে ফেসবুক এবং অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট গুলোর সাথে রীতিমতো টক্কর দেয় তাদের এই নতুন সোশ্যাল মিডিয়া। তবে সেটা কি সম্ভব হবে বলে আপনি মনে করেন? সময় দেবে তার উত্তর!

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।