লঞ্চ হয়ে গেছে Motorola Moto E40 স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি E-সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে মুক্তি পেল Motorola Moto E40 স্মার্টফোন। ইতিমধ্যেই ইউরোপে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দাম জানতে পেরেছি আমরা। চলুন সর্বপ্রথম এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Motorola Moto E40 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে HD+ রেজুলিউশন বিশিষ্ট 6.5-Inch IPS LCD Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Octa-Core Unisoc T700 Processor। স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত হবে। সিকিউরিটি সিস্টেম হিসাবে পাবেন Rear-Mounted Fingerprint Sensor। 

এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যেখানে থাকছে 48MP Primary Main Camera, 2MP Macro Camera এবং 2MP Depth Sensor। এছাড়াও পেয়ে যাবেন 8MP Front-Facing Camera। স্মার্টফোনটির পরিমাপ 168.1×75.6×9.1mm এবং ওজন 198 গ্রাম।  

ব্যাটারি স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি এবং 10W চার্জার। একই সাথে থাকছে Google Assistant Key সুবিধা। এখানেই শেষ নয় আরও পাবেন Dual-SIM Card Support, 4G, Wi-Fi, Bluetooth v5.0, GPS, a 3.5mm Audio Jack এবং USB Type-C Port। 

জেনেনিন : Nokia লঞ্চ করে দিল T20 ট্যাবলেট, 8200mAh ব্যাটারি, 2K রেজলিউশনের ডিসপ্লে সহ রয়েছে দারুন স্পেসিফিকেশন্স

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। যার 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে EUR 149 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 12,900 টাকার কাছাকাছি। এছাড়া প্রয়োজনে আপনি microSD Card ব্যবহার করে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এটি Carbon Gray এবং Pink Clay কালার অপশনে পাওয়া যাবে। 

ভারতে কবে লঞ্চ হবে?

সংস্থার তরফ থেকে অফিশিয়ালি জানানো হয়েছে স্মার্টফোনটি আমাদের দেশে আগামী অক্টোবর মাসের 12 তারিখ লঞ্চ হবে। লঞ্চের পরই গ্রাহকরা স্মার্টফোনটি ভারতের বাজারে ই-কমার্স জায়েন্ট Flipkart-এর ম্যাধমে কিনতে পারবেন। কেমন লাগলো আপনার এই স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।