Realme GT Neo2 স্মার্টফোনের সাথেই লঞ্চ হতে চলেছে Realme Buds Air 2-এর সবুজ কালার ভেরিয়েন্ট, এক নজরে জেনেনিন বিস্তারিত

আমরা জানি এই বছরের শুরুর দিকেই Realme Buds Air 2 Wireless Earbuds মুক্তি পেয়েছিলো। সম্প্রতি চীনা নির্মাতা সংস্থা ভারতের বাজারে প্রোডাক্টের আরও একটি নতুন কালার ভেরিয়েন্ট খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Realme Buds Air 2 নতুন কালার ভেরিয়েন্ট কবে লঞ্চ হবে?

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী 13 ই অক্টোবর ভারতে Realme GT Neo 2 স্মার্টফোনের সাথেই Realme Buds Air 2 এর নতুন সবুজ রঙ কালার মডেলটি লঞ্চ হবে। Bright Green কালারে রয়েছে Charging Case এবং Ear Cup Part পাবেন Black অপশনে।

Realme Buds Air 2 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এটি একটি অসাধারণ TWS Earbuds। একই সাথে পেয়ে যাবেন Bluetooth 5.2 কানেক্টিভিটি সুবিধা। এছাড়াও রয়েছে 10mm DLC Drivers। এর মধ্যে উপস্থিত থাকছে Realme Own R2 Chip। আরও পাবেন Google Fast Pair সুবিধা। একই সাথে পাবেন IPX5 Water-Resistant সুবিধা।

জেনেনিন : লঞ্চ হয়ে গেছে Motorola Moto E40 স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ANC Off রাখার ক্ষেত্রে আপনি এটি 25 ঘন্টা এবং ANC On রাখার ক্ষেত্রে 22 ঘন্টা ব্যবহার করতে পারবেন। চার্জিং কেস সাথে আপনি পাবেন 4-5 ঘন্টা ব্যাটারী লাইফ। এছাড়াও 10 মিনিট চার্জ দিয়ে এটি 2 ঘণ্টার ব্যাটারি লাইফ প্রদান করে। আরও রয়েছে ফাস্ট চার্জিং ফিচারসও।

সুন্দরভাবে গেমিং উপভোগ করার জন্য থাকছে Low-Latency Mode। গ্রাহকরা এটি Realme Link App মাধ্যমে ব্যবহার করতে পারবেন। নতুন কালার ভেরিয়েন্টের দাম কত হবে তা আমরা লঞ্চের পরেই জানতে পারবো। কেমন লাগলো আপনার এই Earbuds? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।