লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Moto G Power 2022 স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এখনই জেনেনিন লঞ্চ ডেট সহ সমস্ত কিছু

সম্প্রতি Motorola ব্র্যান্ড Moto G Power 2022 স্মার্টফোন নিয়ে কাজ করে চলেছে। এই বছরে লঞ্চ হওয়া Moto G Power 2021-এর আপগ্রেড ভার্সন হিসাবে আমরা পেতে চলেছি Moto G Power 2022 স্মার্টফোনটি। ইতিমধ্যে Giznet সাইটের সূত্র মারফত স্মার্টফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন্স জানতে পেরেছি আমরা।

Moto G Power 2022 স্পেসিফিকেশন্স

স্মার্টফোনটি মধ্যে থাকছে 720 x 1600 Pixels রেজুলিউশন যুক্ত 6.5-Inch LCD Panel। একই সাথে পেয়ে যাবেন 90Hz Refresh Rate। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল প্রসেসর হিসেবে স্মার্টফোনের মধ্যে থাকতে পারে MediaTek Helio G35/G37 SoC। 

তবে সম্প্রতি জানা গেছে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড হতে পারে 4GB RAM এবং 64GB স্টোরেজ সম্পন্ন New Qualcomm Budget SoC। স্মার্টফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা ফিচারস। যেখানে রয়েছে 50 MP Main Shooter, 2 MP Depth Sensor এবং থাকতে পারে 2MP Macro Camera।

জেনেনিন : নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্যার্থে Dislike Count দেখানো বন্ধ করবে YouTube, যারা ইউটিউব শুরু করছেন তাদের জন্য দারুন খুশির খবর

এরই পাশাপাশি থাকছে 8MP সেলফি ক্যামেরা। এছাড়াও পাবেন 10W ফাস্ট চার্জার যুক্ত 5,000mAh ব্যাটারি। এখানেই শেষ নয় রয়েছে IP52 Dust & Water Resistance, NFC, 3.5mm Headphone Jack এবং Fingerprint Sensor মতো প্রভৃতি অসাধারণ ফিচার্স। ডিভাইসটি Android 11 দ্বারা পরিচালিত হতে চলেছে। 

Moto G Power 2022 লঞ্চ কবে হবে? 

এই আর্টিকেলটি লেখার সময় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, স্মার্টফোনটি 2022 সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে। লঞ্চের পরই স্মার্টফোনটির সঠিক দাম জানতে পারবো আমরা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।