Ola ইলেকট্রিক স্কুটার কে টেক্কা দিতে Suzuki খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

Suzuki Burgman Electric

ভারতের মতো দেশে এখন ইলেকট্রিক স্কুটার এর চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। Ola তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ভারতের ইলেকট্রিক স্কুটার এর বাজারে। এবার তাদের সাফল্যকে টার্গেট করেই নতুন এক ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চের পথে হাঁটছে জাপানিজ টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি Suzuki। 

Suzuki খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার

এই বিষয়ে তাদের কাছ থেকে অফিশিয়ালি কোনরকম খবর পাওয়া না গেলেও ইতিমধ্যে আগামী 18 তারিখে, অর্থাৎ নভেম্বর মাসের 18 তারিখে, এক ইভেন্টের জন্য ইনভিটেশন পাঠাতে শুরু করে দিয়েছে Suzuki। মনে করা হচ্ছে এইখানেই লঞ্চ করা হতে পারে সুজুকি বার্গম্যান ইলেকট্রিক (Suzuki Burgman Electric) স্কুটার কে। যেটা সুজুকি বার্গম্যান স্ট্রিট এরই এক ইলেকট্রিক ভার্শন হতে চলেছে। 

এখনো পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটার এর অফিশিয়াল কোনরকম স্পেসিফিকেশন বা ফিচারের বিষয়ে জানানো না হলেও মনে করা হচ্ছে ওলা ইলেকট্রিক স্কুটার এবং Ather 450X ইলেক্ট্রিক স্কুটার গুলোকে টার্গেট করেই বাজারে আনা হবে এই নতুন স্কুটার কে। এমনকি একবার ফুল চার্জে 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে দিতে পারে এই ইলেক্ট্রিক স্কুটার এমনটাই জানা যাচ্ছে। যদিও এখনো অফিশিয়ালি কোনরকম খবর পাওয়া যায়নি এর নতুন ইলেকট্রিক স্কুটার সম্পর্কে।  

জেনেনিন : নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্যার্থে Dislike Count দেখানো বন্ধ করবে YouTube, যারা ইউটিউব শুরু করছেন তাদের জন্য দারুন খুশির খবর

প্রসঙ্গত উল্লেখ্য, Suzuki Burgman Street স্কুটার 125cc স্কুটার ক্যাটাগরির মধ্যে ভারতে ইতিমধ্যে বিক্রিত হয়। সেইটার যদি ইলেক্ট্রিক ভার্সন নিয়ে আসা হয়, তাহলে খুব বেশি ডিজাইনের পার্থক্য থাকবে না এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে থাকতে পারে নতুন ধরনের কালার ভেরিয়েন্ট। সমস্ত কিছু মিলিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো আগামী 18 তারিখের জন্য। দেখব সেই দিন সত্যিই এই ইলেকট্রিক স্কুটার কে লঞ্চ করা হয় কিনা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।