মাইক্রোসফ্ট সারফেস ডুও স্পেসিফিকেশন লিক হল, এ কেমন ব্যাপার !

মাইক্রোসফ্ট সারফেস ডুও স্পেসিফিকেশন লিক হলো যা দেখে আপানি মোটেও খুশি হবেননা,কারণ এর স্পেসিফিকেশন আপনার আশানুরূপ নয়।

এতে থাকছে মাত্র 3,460mAh ব্যাটারি আর পুরোনো একটি প্রসেসর,Snapdragon 855 ।

এই পুরোনো প্রসেসরটির জন্য ফোনটির ফ্লপ হবার সম্ভাবনা রয়েছে।

বহুদিন ধরে অনেকে এই ফোনটির জন্য অপেক্ষা করে ছিলেন ।

এই ফোনে থাকছে 360 ডিগ্রি হিঞ্জসহ ডুয়াল স্ক্রিন সার্ফেস যা যেকোনো ফোল্ডডেবল ফোনের থেকে বেশি ভালো।

এখন জানা গেল এটি মাইক্রোসফটের এই ফোনটি হবে ওই কোম্পানির প্রথম অ্যান্ড্রয়েড ফোন।

আর কি কি স্পেসিফিকেশন থাকছে এই ফোনে ?

ডুওর উভয় স্ক্রিন হবে 5.6 ইঞ্চির অ্যামোলেড (1800×1350 পিক্সেলস), হিউজ বিজেলস থাকবে।

ইন বক্স অ্যান্ড্রয়েড 10 পাওয়া যাবে এই ফোনে,তবে অ্যান্ড্রয়েড 11 অল্পদিনের মধ্যেই পেয়ে যাবেন।

ডিভাইসটি যখন বন্ধ হবে তখন এটি 4.8 মিমি থিক হবে, অর্থাৎ ডুওর দৈর্ঘ্য 9.6 মিমি হওয়া উচিত। সার্ফেস পেন স্টাইলাস ইন-বিল্ট থাকবে।

প্রসেসর পুরানো বলে আলোচনা চলছে ঠিকই তবে মাইক্রোসফ্ট সারফেস ডুওতে লেটেস্ট স্ন্যাপড্রাগন 865 প্রয়োগ করতে না পারার আর একটি কারণ আছে । সম্ভবত কারণটি এটি হতে পারে যে এর ডিজাইন স্ন্যাপড্রাগন 865 লঞ্চের আগেই তৈরি হয়ে গেছে।

এতে NFC সাপোর্ট নেই, ওয়্যারলেস চারজিং নেই, 5G সাপোর্ট নেই।

আরও জানুন : লিক হল আইফোন 12 সিরিজের স্পেসিফিকেশনস, থাকছে চমকের পর চমক !

ব্যাক ক্যামেরা 11 মেগাপিক্সেলের(f/2.0)। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ফোনে।

6GB RAM ও নন-এক্সপানডেবল 256GB স্টোরেজ পাবেন এই ফোনে।