ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং ফ্রেম টিভি 2020, ইন্টারেস্টিং সব ফিচার রয়েছে এখানে !

সমস্ত কিছু যদি ঠিকঠাক যায়, তাহলে আগামী সপ্তাহেই স্যামসাং ভারতে লঞ্চ করতে চলেছে স্যামসাং ফ্রেম টিভি !

ইতিমধ্যে ফ্লিপকার্টে এ বিষয়ে নোটিফাই পেজ লাইভ হয়ে গেছে !

ফ্লিপকার্টের শোকেস অনুযায়ী এই বছর তিনটি বিভিন্ন ধরনের ফ্রেম সাইজে আনা হচ্ছে এই টিভি !

স্যামসাং ফ্রেম টিভি তে কি কি স্পেসিফিকেশন থাকছে !

স্যামসাংয়ের এই ফ্রেম টিভি তে থাকছে বিশেষ একটি আর্ট মোড। যেখানে টিভি যখন আইডেল মোডে থাকবে তখন সেখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম আর্টওয়ার্ক ডিসপ্লে করা হবে। এমনকি আপনি চাইলেই স্যামসাং স্টোর থেকে আরও বিভিন্ন ধরনের আর্ট ডাউনলোড করতে পারবেন। 

এর মধ্যে আপনি পাবেন ডুয়াল এলইডি লাইটিং। যা আপনি যা দেখছেন সেই জিনিস অনুযায়ী ব্যাকলাইট কন্ট্রোল করবে।

এই ফ্রেম টিভির মধ্যে আপনি অনেক কানেক্টিভিটি অপশন পেয়ে যাবেন । এর মধ্যে থাকছে এইচডিএমআই পোর্ট, ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকশন এর সুবিধা ।

আরও জানুন : মাইক্রোসফ্ট সারফেস ডুও স্পেসিফিকেশন লিক হল, এ কেমন ব্যাপার !

এখানে ব্যবহৃত হয়েছে কোয়ান্টাম প্রসেসর 4K ! 

এই টিভিতে আপনি আর্ট মোড ব্যবহার করে ডিজিটাল আর্ট ডিসপ্লে করতে পারবেন। এবং আপনার আম্বিয়েন্স অনুযায়ী এই টিভি স্কিন স্ক্রীন তার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবে।

এখনো পর্যন্ত এর দাম কত হবে ভারতে তা জানা যায়নি ।