এর আগেও আমরা দেখেছিলাম যেকোনো প্ল্যাটফর্ম যখন অত্যধিক জনপ্রিয়তা পেতে থাকে, তখন ফেইসবুক আসরে নেমে পড়ে সেই প্ল্যাটফর্ম টিকে কেনার জন্য। যেমনটি হয়েছিল হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও।
এবার আরও একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম গিফি কে কিনে নিল ফেসবুক । যার জন্য তারা খরচ করল 400 মিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তারা খরচ করেছে হতবাক করে দেওয়ার মত 30,35,08,00,000.00 টাকা !
কি এই GIPHY প্লাটফর্ম ?
এই গিফি হল একটি জনপ্রিয় প্লাটফর্ম। যেখানে আপনি নানান ধরনের GIF পেয়ে যাবেন । আর এই GIF গুলোকে সেখান থেকে ডাউনলোড করে আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন !
সেই ব্যবস্থা টাকে আরও উন্নত করে তোলার জন্যই ফেইসবুক এই বিপুল পরিমাণ টাকা খরচ করল বলে মনে করা হচ্ছে।
সবার কাছেই এই গিফির জনপ্রিয়তা অত্যন্ত রকমের বেশি।
ফেসবুক GIPHY কিনে নিয়ে কি করবে ?
এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া জায়ান্টের অন্যান্য প্ল্যাটফর্ম গুলি যেমন – হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সব জায়গাতেই আমরা GIF ব্যবহার করতে পারি । আর সেগুলি সমস্ত ইউজার দেরই খুবই পছন্দের।
আরও জানুন : সেল শুরু হয়েছে Oppo Enco W31 ইয়ার ফোনের, পাবেন 15 ঘন্টা ব্যাটারি লাইফ !
আগামী দিনে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের অন্যান্য প্লাটফর্ম গুলিতে আমরা আরও উন্নত ধরনের ও আরও নানান রকমের GIF ব্যবহার করতে পারবো।
সেই জন্যই ফেসবুকের এই উদ্যোগ।