শীঘ্রই লঞ্চ হতে পারে Micromax In Note 1 Pro স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Micromax In Note 1 Pro Expected Specifications

দীর্ঘ সময় পর ইন্ডিয়ান স্মার্টফোন ব্র্যান্ড Micromax আনতে চলেছে তাদের In সিরিজের নতুন এক স্মার্টফোন। অর্থাৎ আমরা আশা রাখতে পারি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে সংস্থার নির্মিত নতুন স্মার্টফোন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।

এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে?

কোম্পানি Micromax In Note 1 Pro স্মার্টফোন নিয়ে বিশেষ ভাবে কাজ করে চলেছে। এমনটাই টুইটের ম্যাধমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন Tipster Hridesh Mishra। ইতিমধ্যে Geekbench ওয়েবসাইটে স্মার্টফোনের মডেল নাম্বার E7748 প্রকাশিত হয়েছে। একইসাথে জানা গেছে সম্ভাব্য স্পেসিফিকেশন্স।

Micromax In Note 1 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স 

টিজ করা হয়েছে স্মার্টফোনের মধ্যে থাকতে পারে MediaTek MT6785 SoC অর্থাৎ রয়েছে সম্ভাব্য MediaTek Helio G90 Chipset। স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 4GB RAM। একইসাথে স্মার্টফোনে Android 10 Operating System প্রাথমিক ভাবে দেখতে পাওয়া যাবে। 

জেনেনিন : অবশেষে Apple ভারতের এই দুটি শহরে নিয়ে আসতে চলেছে অফিসিয়াল Apple Store, কি কি সুবিধা পাবেন?

লঞ্চ কবে হতে পারে?

স্মার্টফোনটি কবে লঞ্চ হবে তা এখনো সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে টিপস্টার দাবি করেছেন স্মার্টফোনটি আগামী ডিসেম্বর মাসের 15 তারিখ লঞ্চ হতে পারে। লঞ্চের পরেই স্মার্টফোনের সঠিক দাম জানা সম্ভব হবে। স্মার্টফোনটি Geekbench সাইটে Single-Core Score 519 & Multi-Core Score 1,673 এর যাবতীয় স্তর অতিক্রম করেছে। মনে করা হচ্ছে স্মার্টফোনটি লঞ্চ হতে খুব বেশি দেরি হবে না। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? অবশ্যই জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।