অবশেষে Apple ভারতের এই দুটি শহরে নিয়ে আসতে চলেছে অফিসিয়াল Apple Store, কি কি সুবিধা পাবেন?

apple finally opening offline stores in these two indian cities benefits

2020 সালের সেপ্টেম্বরের 23 তারিখে অ্যাপেল ভারতীয়দের জন্য খুশির খবর নিয়ে এসেছিল। তারা লঞ্চ করে দিয়েছিল বহুপ্রতীক্ষিত অ্যাপেল অনলাইন স্টোর। আর তখন থেকেই অ্যাপেল লাভাররা আবদার করে আসছিল অ্যাপেলের অফলাইন স্টোর এর জন্য। যেখানে গিয়ে তারা অফিসিয়াল রিটেইল স্টোর থেকে Apple Products কেনার এক্সপেরিয়েন্স লাভ করতে পারবেন। এবার সেই আবদারই সফল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে দুটো অফিশিয়াল স্টোর ভারতে লঞ্চ করবে অ্যাপেল শীঘ্রই।  

খুব শীঘ্রই ভারতে আপেল লঞ্চ করতে চলেছে দুটো অফিশিয়াল রিটেইল স্টোর 

এই বিষয়ে অপেক্ষা ছিল বহুদিনেরই। মাঝে লকডাউনের জন্য এই প্রচেষ্টা সফল না হলেও এবার হতে চলেছে সে অপেক্ষার অবসান। অ্যাপেল এর পক্ষ থেকে সালোনি গুপ্তা, যিনি তাদের পাবলিক পলিসি এবং স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের হেড রয়েছেন। তিনি একটি লিংকডিন পোষ্টের মাধ্যমে অ্যাপেল স্টোরের ভারতে আগমনের বিষয়ে ঘোষণা করেছেন।

যদিও এই বিষয়ে বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি। তবে তার পোস্ট দেখে এটুকু নিশ্চিত ভাবে বলা যায় ভারতে Apple তাদের অফলাইন স্টোর নিয়ে আসছে খুব শীঘ্রই। জানানো যাচ্ছে প্রাথমিকভাবে দিল্লি এবং মুম্বাই এই দুটি শহরে শুরু করা হবে অ্যাপেলের অফলাইন স্টোর। আর পরবর্তীকালে দেশের অন্যান্য শহরগুলিতে ছড়িয়ে দেওয়া হবে স্টোর গুলি। 

জেনেনিন : JioPhone Next কিনতে পাওয়া যাবে Reliance Digital Store থেকেও, তবে সাবধান, এই বিষয় গুলো জেনেনিন

এমনকি জানা যাচ্ছে এই অফলাইন স্টোরের জন্য ইতিমধ্যেই অ্যাপেল তাদের হায়ারিং প্রসেসও শুরু করে দিয়েছে। সালোনি গুপ্তা এক লিংকও পোষ্ট করেছেন। যেখানে জবের বিষয়ে এপ্লাই করতে অনুরোধ করেছিলেন তিনি। যদিও সেই লিংকে এখন গেলে আন্ডার মেইনটেনেন্স অপশন দেখানো হচ্ছে। 

কি কি বেনিফিট পাওয়া যাবে Apple Official Store-এর মাধ্যমে? 

অ্যাপেল যখন ভারতে প্রথম তাদের অনলাইন স্টোর লঞ্চ করেছিল তখন একগুচ্ছ নতুন বেনিফিট নিয়ে আসা হয়েছিল অ্যাপেল লাভারদের জন্য। এতদিন পর্যন্ত ভারতে সেই সমস্ত বেনিফিট পাওয়ায় যেতনা। যার মধ্যে যেমন এক্সচেঞ্জ বেনিফিট রয়েছে। তেমনই স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিস্কাউন্ট এর মত বেনিফিটও রয়েছে। 

অ্যাপেলের রিটেইল আউটলেটেও নিঃসন্দেহে এই সমস্ত বেনিফিট গুলো পাওয়া যাবে। তারই সাথে ফিজিক্যাল স্টোরে নিজে গিয়ে অ্যাপেলের প্রোডাক্ট হাতে নেড়েচেড়ে দেখে তবে কেনা এক আলাদা এক্সপেরিয়েন্স হবে অ্যাপেল লাভারদের জন্য সেটাতো নিঃসন্দেহেই বলা যায়। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।