ছিল গাড়ি হয়ে গেল এরোপ্লেন, কল্পবিজ্ঞানের উড়ন্ত গাড়ি এখন সত্যি, AirCar কমপ্লিট করে ফেলল তার প্রথম টেস্ট ফ্লাইট

klein vision aircar completes first test flight
AirCar ( Image Credit : Kelin Vision )

এতদিন পর্যন্ত কল্পবিজ্ঞানেই সীমাবদ্ধ ছিল। এবার বাস্তবায়িত হল সেই কল্পনা। কল্পবিজ্ঞানের জগত থেকে উড়ন্ত গাড়ি এবার চলে এল বাস্তবেও। Klein Vision নামে এক কোম্পানির দৌলতে AirCar প্রোটোটাইপ আজই কমপ্লিট করে ফেলল 35 মিনিটের টেস্ট ফ্লাইট। টেকনোলজি জগতে তৈরি হল নতুন মাইলফলক। 

সফলভাবে টেস্ট ফ্লাইট সম্পন্ন করল AirCar 

বহুদিন ধরে Klein Vision কোম্পানি উড়ন্ত গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। 2019 সালে এই এয়ারকারে প্রোটোটাইপ কে প্রথম China International Import Expo-এ শোকেস করা হয়েছিল। আর আজই এই উড়ন্ত-গাড়ির সফল টেস্ট ফ্লাইট সম্পন্ন হল। এই গাড়ি স্লোভাকিয়ার দুটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মধ্যে 35 মিনিটে জার্নি কমপ্লিট করেছে কোন রকম সমস্যা ছাড়াই। 

শুরুটা হয়েছিল Nitra ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এবং এই জার্নি শেষ হয় Bratislava ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 90 কিলোমিটারের এই দূরত্ব যেটা গাড়িতে 50 থেকে 60 মিনিট লাগে সেটা কমপ্লিট করতে এই উড়ন্ত গাড়ি সময় নিল মাত্র 35 মিনিট। এই AirCar Prototype 1 এর মধ্যে রয়েছে 160HP এর BMW ইঞ্জিন। রয়েছে প্রপেলার ও ব্যালিস্টিক প্যারাসুট। 8,200 ফিট উচ্চতায় উড়তে সক্ষম। তারই সাথে সর্বাধিক গতিবেগ ঘন্টায় 190 কিমি। 

জানেন কি : আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন

AirCar-এর মডেল দেখে প্রথমে এর যে ওড়ার ক্ষমতা আছে সেটা নাও মনে হতে পারে। প্রথম দর্শনে অদ্ভুত ছোটখাটো গাড়ি মনে হবে আপনার। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার দুই দিক থেকে ডানা বেরিয়ে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। হয়ে যায় একটা পুচকে এরোপ্লেন। গাড়ি থেকে এরোপ্লেনে ট্রানস্ফার হাতে মাত্র 2 মিনিট সময় নেয়। 

তারপরের দিব্যি আবার চলতে পারে রাস্তায়। এর মধ্যে বসতে পারবেন দুই জন আরোহী, সর্বাধিক ওজন হতে হবে 200 কেজি। সমস্ত কিছু দেখিয়ে আজকের টেস্ট ফ্লাইটের একটি শর্ট ভিডিও পোস্ট করা হয়েছে কেলিন ভিশন কোম্পানির তরফ থেকে। দেখে নিন নিচে সেই ভিডিওটি- 

Flying Car : AirCar

সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।