সম্প্রতি চিনে লঞ্চ হয়ে গেছে Mi Notebook Pro X Gaming Laptop। চলুন জেনে নেওয়া যাক Xiaomi-র এই Gaming Laptop এর মধ্যে কেমন ফিচারস ইনক্লুড রয়েছে।
Mi Notebook Pro X Gaming Laptop স্পেসিফিকেশন
শাওমির এই Gaming Laptop-এ আপনি পেয়ে যাবেন 15.6-Inch OLED Panel যার রেজুলেশন রাখা হয়েছে 3,456 × 2,160 Pixels। এরই সাথে অতিরিক্ত ভাবে Corning Gorilla Glass এর Protection রয়েছে। এর Peak Brightness পেয়ে যাবেন 600 nits এবং 1ms Response Time রয়েছে এটির মধ্যে। আপনি পেয়ে যাবেন 80Wh Battery Supports এবং USB Type-C Cable যুক্ত 120W Fast Charging এর সুবিধা।
Mi Notebook Pro X আপনি দুটি কনফিগারেশনে কিনতে পারবেন যার প্রথমটিতে রয়েছে 11th-Generation Intel Core i7-11370H এবং দ্বিতীয়টি হল Intel Core i5-11300H। এরই সাথে আপনি যুক্ত করতে পারবেন 32GB 4,266MT/s RAM এবং 1TB NVMe SSD অথবা 16GB RAM এবং 512GB SSD। এছাড়াও Nvidia GeForce RTX 3050 Ti এর Graphics Card পেয়ে যাবেন উভয় ক্ষেত্রেই।
এখানেই শেষ নয় আরও পাবেন Wi-Fi 6, Bluetooth 5.2, একটি Thunderbolt 4.0 Port, একটি USB Type-C Port, দুটি USB Type-A Ports, Barrel-Style Connector এবং Power Button যেটির মাধ্যমে আপনি Fingerprint Sensor এর সুবিধা উপভোগ করতে পারবেন।
দাম কত রাখা হয়েছে?
যেহেতু এটি China তে লঞ্চ হয়েছে তাই China দেশে Core i5 Processor এর দাম রাখা হয়েছে RMB 7,999 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 92,000 টাকা। এরই সাথে Intel Core i7 দাম RMB 9,999 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,14,960 টাকা। July 19th তারিখ থেকে চিনে এটির সেল শুরু হবে। ভারতের বাজারে এটি কবে আসবে তার কোনো উল্লেখ এখনো পাওয়া যায়নি।