নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ হলো iQOO 7 স্মার্টফোনের, জেনে নিন বিস্তারিতভাবে সমস্ত কিছু

iQoo 7 ShresthoTech

চলতি বছরের এপ্রিল মাসেই লঞ্চ হয়েছিল iQOO 7 স্মার্টফোনটি। যেখানে Black এবং Solid Ice Blue এই দুটি কালার ভেরিয়েন্ট উপলব্ধ ছিল স্মার্টফোনটি। সম্প্রতি ভারতের বাজারে আরো এক নতুন কালার ভেরিয়েন্ট সংস্থার তরফ থেকে আমরা পেতে চলেছি। 

Ishan Agarwal জানিয়েছেন iQOO 7 স্মার্টফোনটিতে Monster Orange নতুন কালার ভেরিয়েন্ট আমরা দেখতে পাবো। Amazon Prime Day Sale চলাকালীন স্মার্টফোনটি নতুন কালার ভেরিয়েন্ট এভেলেবেল হবে। যা আর মাত্র কিছুদিন পর অর্থাৎ 26 শে জুলাই থেকে 27 শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

iQOO 7 স্মার্টফোন স্পেসিফিকেশন

স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন FHD+ Resolution যুক্ত 6.62-inch AMOLED Display। একই সাথে পাবেন 120Hz Refresh Rate। এছাড়াও 48MP Primary Camera, 13MP Ultrawide Lens, 2MP Depth Sensor রয়েছে স্মার্টফোনটিতে। একই সঙ্গে 16MP Selfi Camera পেয়ে যাবেন। স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 870 SoC। স্মার্টফোনটিতে ইনক্লুড রয়েছে 4,000mAh Battery এবং 66W চার্জার। স্মার্টফোনটি Android 11 OS দ্বারা পরিচালিত। এছাড়াও পাবেন Stereo Speakers, In-Display Fingerprint Scanner এবং 5G Connectivity।

জেনেনিন : ভারতে TikTok ফিরে আসতে চেষ্টা করছে অন্য নামে, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত, জেনেনিন এখনই

Monster Orange কালার ভেরিয়েন্ট স্মার্টফোনটি আপনি দুটি কনফিগারেশনে পেয়ে যাবেন যার প্রথমটি 8GB RAM + 128GB Storage এবং দ্বিতীয়টি 12GB RAM + 256GB Storage সম্পন্ন। সংস্থার তরফ থেকে স্মার্টফোনটির নতুন কালার ভেরিয়েন্ট এর দাম এখনো নির্দিষ্টভাবে বলা হয়নি। 

তবে মনে করা হচ্ছে আগের কালার ভেরিয়েন্ট আশেপাশেই হতে পারে এর দাম। নতুন কালার ভেরিয়েন্ট স্মার্টফোনটি গ্রাহকদের মনে কতটা জায়গা করে নেয় সেটাই দেখার। কেমন লাগলো এই নতুন কালার ভেরিয়েন্ট আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত রকমের টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।