লঞ্চ হতে চলেছে Oppo Watch 2, জানা গেল বেশকিছু ফিচার্স, জেনেনিন বিস্তারিত

OPPO Watch 2 ShresthoTech

আমরা জানি গত বছরই Oppo সংস্থা তাদের নির্মিত প্রথম স্মার্টওয়াচ সর্বসাধারণের জন্য প্রকাশ করেছিল। সম্প্রতি এবার China তে সংস্থার তরফ থেকে আরও এক অসাধারণ স্মার্টওয়াচ লঞ্চ হতে চলেছে। China JD.com সাইটে ইতিমধ্যেই Oppo Watch 2 তালিকাভুক্ত হয়েছে। যেখান থেকে আমরা বেশকিছু স্পেসিফিকেশন জানতে পেরেছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টওয়াচ স্পেসিফিকেশন।

Oppo Watch 2 স্পেসিফিকেশন

জানা গেছে স্মার্টওয়াচটি ঠিক আগের স্মার্টওয়াচের উপর ভিত্তি করেই এর মডেল তৈরি হয়েছে যেখানে আপনি Square-Shaped Dial এবং Rounded Corner পেয়ে যাবেন। একই সাথে IT Home রিপোর্ট এর তথ্য অনুযায়ী এটির মধ্যে রয়েছে Qualcomm Snapdragon Wear 4100 Chip। এই স্মার্টওয়াচটি 16GB Storage সম্পন্ন। এছাড়াও এটির মধ্যে eSIM সাপোর্ট সিস্টেম উপলব্ধ রয়েছে। যেটা এক দূর্দান্ত ব্যাপার হতে চলেছে। 

এরই পাশাপাশি Health এবং Fitness সম্পর্কে আগ্রহীদের জন্য এটির মধ্যে আপনি পেয়ে যাবেন Heart Rate Monitoring System, Stress Monitoring প্রভৃতি। এছাড়াও রয়েছে Custom Apollo4s Chip যেটি আপনার ব্যাটারি লাইফ বাঁচিয়ে রাখতে সহায়তা করবে।

জেনেনিন : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে একাউন্ট রয়েছে? টাকা লোপাট হয়ে যাওয়া থেকে এই ভাবে সচেতন থাকুন, বিজ্ঞপ্তি জারি করল SBI

স্মার্টওয়াচটির কিছু তথ্য জানা গেলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন Battery life, IP-Rating, Screen Dimensions অজানা রয়ে গেল। সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য অফিসিয়ালি দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে লঞ্চের আগেই আমরা বেশ কিছু আরও তথ্য জানতে পারবো।

Oppo Watch 2 লঞ্চ Date কবে?

Oppo Watch 2 আপাতত চিনেই উপলব্ধ থাকবে বলে জানা গেছে। এই অসাধারণ স্মার্টওয়াচটি আগামী 27 শে জুলাই China তে লঞ্চ হতে চলেছে। স্মার্টওয়াচটির দাম এখনো জানা যায়নি। ভারতের বাজারে স্মার্টওয়াচটি কবে আসবে সে সম্বন্ধে তখনই বলা সম্ভব হবে যখন সংস্থা এটি আমাদের দেশে লঞ্চের কথা অফিশিয়াল ভাবে জানাবে।