লঞ্চ হয়ে গেল পৃথিবীর সবথেকে ছোট্ট একশন ক্যামেরা- Insta360 Go 2, থাকছে অবাক করা স্পেকস

insta360 go 2 tiny action camera launched price specifications
Insta360 Go 2

বাজারে একশন ক্যামেরা এখন অত্যন্ত রমরমা। এডভেঞ্চার লাভার বা একশন স্পোর্টস লাভারদের কাছে এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। একশন ক্যামেরার মধ্যে যেমন GoPro ক্যামেরা রয়েছে, তেমনই Insta360 ক্যামেরাগুলোও প্রচণ্ড রকমের জনপ্রিয়। এবার লঞ্চ করা হল Insta360 Go 2 এবং এর মধ্যে দারুন সমস্ত ফিচারস রয়েছে যেগুলোকে ব্যবহার করে অসাধারণ সব কন্টেন্ট তৈরি করতে পারবেন ক্রিয়েটররা। 

কি কি ফিচারস রয়েছে এই Insta360 Go 2 মডেলে? 

Insta360 Go মডেলের আপডেটেড ভার্সন হলো এই Insta360 Go 2 মডেল। এটা একটি ছোট্ট একশন ক্যামেরা। যেটাকে যেকোনো অ্যাক্সেসরিজের সাথে আটকে দেওয়া যাবে এবং আটকে দেওয়ার জন্য কোনো রকম আটাচিং ক্লিপ আপনাকে ব্যবহার করতে হবে না। ম্যাগনেটিক্যালি এটা আটকে যাবে যেকোনো সারফেসে। আপনি নানান ধরনের পয়েন্ট অব ভিউ তে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। 

বক্স এর মধ্যেও অনেক এক্সেসরিজ পেয়ে যাবেন যেগুলো আপনাকে এই কাজ করতে আরও সাহায্য করবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েদার কন্ডিশনে Insta360 Go 2 ব্যবহার করতে পারবেন আপনি। 

এর মধ্যে আপনি পেয়ে যাবেন FlowState Stabilization এর সুবিধা। হ্যান্ডস ফ্রি ব্যবহারের সুবিধা পাবেন। অবশ্যই ম্যাগনেটিক্যালি এটাচ হয়ে যাবে যে কোন জায়গার সাথে। 13 ফিট পর্যন্ত ওয়াটারপ্রুফ, অটো-এডিটিং এর সুবিধা পাচ্ছেন। পাবেন হাইপারল্যাপ্স, স্লোমোশন, রিমোট কন্ট্রোল, ওয়াইফাই প্রিভিউ, একোয়া ভিশন এর মত অসাধারণ সব আধুনিক ফিচার্স। এর প্রিভিয়াস মডেলের তুলনায় ছয়গুণ হালকা এই একশন ক্যামেরা এবং এটাকে পৃথিবীর সবথেকে ছোট একশন ক্যামেরা বলা হচ্ছে। 

জেনে নিন Netflix নিয়ে আসতে চলেছে 299 টাকার Mobile+ প্ল্যান, পাওয়া যাবে বিশেষ সুবিধা

এর মধ্যে পেয়ে যাবেন হরাইজন লেভেল অ্যালগোরিদমের মত এডভান্স ফিচার। খুব ছোট্ট-কম্প্যাক্ট এই ডিভাইসকে যেকোনো জায়গায় আপনি খুব সহজেই ফিট করে নিতে পারবেন। গাড়ির সাইড থেকে শুরু করে আপনার পোষ্যের শরীরে নানান এক্সেসরিজ এর সাহায্যে এটাকে এটাচ করে দিতে পারবেন এবং খুব সুন্দর ভিডিও ক্যাপচার করতে পারবেন। 

সুপার স্মুথ 120fps এ আপনি 4x স্লো-মো ব্যবহার করতে পারবেন। এর মধ্যে যে চার্জকেস দেওয়া হচ্ছে তার মধ্যে একই সাথে চার্জার, কন্ট্রোলার এবং ট্রাইপড পেয়েজাবেন আপনি। মাত্র আধ ঘন্টা চার্জ দিয়ে আড়াই ঘন্টা পর্যন্ত শুট করতে পারবেন। একে আপনি রিমোটলি কন্ট্রোল করতে পারবেন।আপনার স্মার্টফোনের মধ্যে আপনি Insta360 App ইন্সটল করতে পারবেন এবং আপনার ক্যাপচার করা কন্টেন্ট সেখানে প্রিভিউ করতে পারবেন। 

বক্সের মধ্যে পেয়ে যাবেন Insta360 Go 2, চার্জ কেস, চার্জ কেবিল, ম্যাগনেট পেডান্ট, ইসি ক্লিপ, পিভোট স্ট্যান্ড, কুইক স্টার্ট গাইড। এর দাম রাখা হয়েছে $299 অর্থাৎ প্রায় 22,000 টাকা। তবে আমাদের দেশের বাজারে কবে এটি আসছে সেই বিষয়ে এখনও বিস্তারিত কোনো খবর পাওয়া যায়নি।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।