ভিয়েতনামে আগেই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছিল অবশেষে এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M সিরিজের এই স্মার্টফোনটি। আজই লঞ্চ করা হবে স্মার্টফোনটিকে। ভিয়েতনামে এই Samsung Galaxy M12 স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল এই বছরেরই ফেব্রুয়ারি মাসে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস, দাম এবং সবকিছু বিস্তারিত ভাবে।
Samsung Galaxy M12 এর সম্ভাব্য স্পেসিফিকেশনস
Samsung Galaxy M12 স্মার্টফোনটিতে থাকবে 6.5 ইঞ্চ HD+ Infinity-V ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হবে 90Hz এর। 3GB, 4GB ও 6GB RAM অপশন থাকতে পারে এই স্মার্টফোনে। 3GB, 4GB ও 6GB RAM ভেরিয়েন্ট এর সাথে থাকবে 32GB, 64GB ও 128GB স্টোরেজ অপশন। স্মার্টফোনের প্রসেসর হিসাবে থাকবে 8nm এর Exynos প্রসেসর। মনে করা হচ্ছে এটা হতে পারে Exynos 850 প্রসেসর।
ক্যামেরা কথা বলতে গেলেই স্মার্টফোনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল, এর সাথে 5 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর থাকবে। 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা পাবেন। পাবেন 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি। Side Fingerprint Sensor, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবেন।
Samsung Galaxy M12 এর সম্ভাব্য দাম
মনে করা হচ্ছে Samsung Galaxy M12 এর সম্ভাব্য দাম হতে পারে 12 হাজার টাকার আশেপাশে। সেল হবে আমাজনের মাধ্যমে। এখনো পর্যন্ত এর দাম অফিশিয়ালি ইন্ট্রোডিউস করা হয়নি স্যামসাংয়ের তরফ থেকে। সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা।
জেনে নিন : Netflix নিয়ে আসতে চলেছে 299 টাকার Mobile+ প্ল্যান, পাওয়া যাবে বিশেষ সুবিধা
কখন লঞ্চ হবে? কিভাবে দেখবেন?
Samsung Galaxy M12 স্মার্টফোন লঞ্চ হবে আজ দুপুর ঠিক 12 টায়। লঞ্চ ইভেন্ট দেখা যাবে স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। লঞ্চ ইভেন্ট দেখতে পাবেন নিচের ভিডিওতে-
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।