লঞ্চ হয়ে গেল Samsung Galaxy M12 স্মার্টফোন, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট ও অফার সম্পর্কে বিস্তারিত

samsung galaxy m12 launched in india check price specifications sale date offer

আজকেই লঞ্চ হয়ে গেল স্যামসাংয়ের M সিরিজের একটি স্মার্টফোন-এর নাম Samsung Galaxy M12। কিকি স্পেসিফিকেশন রয়েছে? এই স্মার্টফোনের দাম কত এবং কোথায় কিনতে পারবেন এই স্মার্টফোন? সমস্ত কিছু জেনে নেবো আজকের এই আর্টিকেলে।

কি স্পেসিফিকেশন্স থাকছে?

প্রথমে বলব Samsung Galaxy M12 এর ডিসপ্লের কথা। এর মধ্যে পেয়ে যাবেন 6.5 ইঞ্চির HD+ Infinity-V ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz এর।ডিসপ্লের পরই আপনাকে জানাবো ক্যামেরার ব্যাপারে। এর মধ্যে আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেল ডেফথ সেন্সর পাবেন এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন। সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। পাবেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

জেনে নিন : অবশেষে লঞ্চ হল বহু প্রতীক্ষিত Asus ROG Phone 5, জেনেনিন বিস্তারিত

এই স্মার্টফোনে থাকছে 6000mAh এর ব্যাটারি। 8nm এর Exynos 850 প্রসেসর। LPDDR4X RAM পাবেন। হেজ এন্ড ম্যাট ডিজাইনের সাথে তিনটে কালারে স্মার্টফোনে এভেলেবেল রয়েছে- ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। ফাস্ট ফেস আনলক এর সুবিধা পাবেন এবং তার সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। এটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 4GB RAM ও 64GB স্টোরেজ এবং 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এই স্মার্টফোন পেয়ে যাবেন। ট্রিপল সিম কার্ড স্লট পাবেন। যেখানে দুইটি ন্যানো সিম কার্ড এবং তার সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটির ওজন 221 গ্রাম। 

Samsung Galaxy M12 এর দাম

আগেই আমরা জানিয়েছি দুটো ভ্যারিয়েন্টে এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন- 4GB RAM ও 64GB স্টোরেজ এবং 6GB RAM ও 128GB স্টোরেজ।4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 10,999 টাকা এবং 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 13,499 টাকা। এই স্মার্টফোনের বিক্রি হবে অ্যামাজন ইন্ডিয়া থেকে। সেল শুরু হচ্ছে মার্চের 18 তারিখ দুপুর 12 টায়। 

কি কি অফার থাকছে ?

আপনার কাছে যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি 1000 টাকার অফ পেয়ে যাবেন। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।