মাত্র 4 মিনিটেই হবে ফুল ব্যাটারি চার্জ, 160W-এর ফাস্ট চার্জিং সমেত স্মার্টফোন ইন্ট্রোডিউস করে দিল ইনফিনিক্স, দেখেনিন Infinix Concept Phone 2021

Infinix Concept Phone 2021 ShresthoTech
Infinix Concept Phone 2021(Image Credit : Infinix)

চলছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (Mobile World Congress) 2021। এই মুহূর্তে বিভিন্ন কোম্পানি তাদের অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করে চলেছে বার্সেলোনা তে হওয়া এই ইভেন্টে। তারই মাঝে ইনফিনিক্স করল তাদের নতুন একটি স্মার্টফোন প্রদর্শন। এটি Infinix Concept Phone 2021। রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন্স। 

দেখে নেওয়া যাক Infinix Concept Phone 2021 সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে 

ইনফিনিক্স এর কনসেপ্ট ফোনে রয়েছে হতবাক করে দেওয়া নানান ফিচারস। প্রথমেই দেখা যাক ডিসপ্লে সম্পর্কে। এর মধ্যে রয়েছে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ডিসপ্লে তে দুই সাইডেই রয়েছে 88 ডিগ্রি কার্ভ। যার জন্য ফোনে কোন রকম ফিজিক্যাল বাটন নেই।

আর সব থেকে বড় চমক রয়েছে এই ফোনের চার্জিং এর ক্ষেত্রে। আগেই আমরা দেখেছিলাম Infinix 160 ওয়াটের ফাস্ট চার্জিং লিক হয়ে গিয়েছিল। সেই চার্জার কেই ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। যা ফোনের 4000 mAh ব্যাটারি কে মাত্র 10 মিনিটে ফুল চার্জ করে দেবে।

এই কাজ করতে গিয়ে বেশ কয়েকটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে। স্মার্টফোন টিতে ব্যবহার করা এই ব্যাটারি অন্যান্য স্মার্টফোনের ব্যবহৃত ব্যাটারির তুলনায় 8 শতাংশ কম ইন্টার্নাল রেসিস্টেন্স দেয়। ফলে খুব দ্রুত ব্যাটারি চার্জ হওয়া সম্ভব হয়। এমনকি চার্জার তৈরি করে হয়েছে গ্যালিয়াম নাইট্রেট Gallium Nitrate (GaN) এবং সিলিকন কার্বাইড Silicon Carbide (SiC) দিয়ে। যেটা বেটার এফিশিয়েন্সি এনে দেয় এই চার্জিং এর ক্ষেত্রে।

জানেন কি : Netflix Video সম্পূর্ণ ডাউনলোড হয়নি? চিন্তা নেই, এসে গেছে এই গুরুত্বপূর্ণ ফিচার

শুধু মাত্র এখানেই থেমে থাকছে না। স্মার্টফোনের মধ্যে কুড়িটি টেম্পারেচার সেন্সর ব্যবহার করা হয়েছে। যা স্মার্টফোনের উত্তাপকে বাড়তে দেয় না চার্জিং চলাকালীন। এমনকি স্মার্টফোনটি 50W ওয়ারলেস চারজিংও সাপোর্ট করে।

যদি ভাবেন চমকের শেষ এখানেই তাহলে ভুল করছেন। স্মার্ট ফোনের ব্যাক কভারটির কালার চেঞ্জ হয় বিভিন্ন কাজ অনুযায়ী। কোন ফোন যদি আসে তখন এর কালার হয়ে যাবে সিলভার গ্রে এবং লাইট ব্লু! স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে বলতে গেলে এর মধ্যে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সাথে রয়েছে 120 ডিগ্রী আল্ট্রা-ওয়াইড লেন্স এবং টেলিফটো লেন্স। যেটা 60X পর্যন্ত জুম করতে সক্ষম। সাথে রয়েছে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ। অ্যান্ড্রয়েড ইলেভেন এর উপর ভিত্তি করে তৈরি।

 ব্যবহার করা হয়েছে 34-bit-octa-core চিপ। সমস্ত কিছু মিলিয়ে ইনফিনিক্স এর কনসেপ্ট ফোন সত্যিই আমাদের অবাক করে দিতে বাধ্য। কিন্তু একটা জিনিস বলে রাখা ভাল। এটা একটি কনসেপ্ট স্মার্টফোন। এখনই বাজারে স্মার্টফোনের এভেলেবেল হবে না এটি।